Rahul Gandhi: ট্রাম্পের দাবিকে সমর্থন করে ভারতের অর্থনীতিকে “মৃত” ঘোষণা করলেন রাহুল গান্ধী

অতঃপর সাংবাদিকদের কাছে রাহুল বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ছাড়া সবাই জানেন যে ভারতের অর্থনীতি মৃত।”

July 31, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫৪: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সাথে একমত প্রকাশ করে বলেছেন, “ভারতের অর্থনীতি মৃত (Indian economy is dead)”। নিজের এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি এই দাবি সমর্থন করেন এবং অর্থনৈতিক অবনতির পাঁচটি কারণ উল্লেখ করেন।

“অর্থনীতি মৃত, মোদী তাকে মেরে ফেলেছেন” – রাহুল গান্ধী তার পোস্টে এই মন্তব্য করে কারণ হিসেবে দর্শান:

  • আদানি-মোদী অংশীদারিত্ব (Adani-Modi partnership)।
  • নোটবাতিল (Demonetisation) ও ত্রুটিপূর্ণ জিএসটি (flawed GST)।
  • ‘অ্যাসেম্বল ইন ইন্ডিয়া’ (Assemble in India) উদ্যোগের ব্যর্থতা।
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSMEs) ধ্বংস।
  • কৃষকদের ধ্বংস করা।

তিনি আরও যোগ করে লেখেন যে,”মোদী সরকার যুবকদের ভবিষ্যৎ নষ্ট করেছে, কারণ কোনো চাকরি নেই।”

অতঃপর সাংবাদিকদের কাছে রাহুল বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ছাড়া সবাই জানেন যে ভারতের অর্থনীতি মৃত।”

এছাড়াও, তিনি মার্কিন রাষ্ট্রপতির বক্তব্যকে “সত্য” বলে অভিহিত করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen