এক ফ্রেমে রচনা-রাহুল! সংসদেও হিট দিদি নম্বর ওয়ান

প্রথমবার ভোট ময়দানে নেমেই জয়ী হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়।

June 28, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রথমবার ভোট ময়দানে নেমেই জয়ী হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। দিদি নং ১ রচনা এখন জনপ্রতিনিধি। হুগলিবাসীর কথা তুলে ধরবেন সংসদে। মঙ্গলবার লোকসভায় সাংসদ হিসেবে শপথ নিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। অধিবেশনেও যোগ দিয়েছেন। রাহুল গান্ধী তাঁর সঙ্গে আলাপ করে সেলফি তুললেন। নিজের সোশাল মিডিয়া স্টোরিতে তা শেয়ার করেছেন রচনা। ছবিতে দেখা যাচ্ছে, লোকসভা কক্ষকে পিছনে রেখে হাসিমুখে সেলফি তুলেছেন রাহুল-রচনা। বিরোধী দলনেতার আচরণে মুগ্ধ রচনা।

মঙ্গলবার লোকসভায় শপথ নেওয়া বাংলার ৪০জন সাংসদের মধ্যে ছিলেন রচনাও। শপথ শেষে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছিলেন। বৃহস্পতিবার সংসদ ভবনে তাঁর সঙ্গে দেখা হল রাহুল গান্ধীর। রচনার সোশাল মিডিয়া স্টোরিতে দেখা গেল তাঁর ও রচনার ছবি। রাহুলের সঙ্গে আলাপ ও সেলফি নিয়ে অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তৃণমূল সাংসদের বক্তব্য, তিনি নিজেই নিজের ছবি তুলছিলেন। রাহুল প্রস্তাব দেন, তিনি রচনার ছবি তুলে দেবেন। এরপর অভিনেত্রীর ফোনটি নিয়ে ছবি তোলার পাশাপাশি দু’জনের সেলফি তোলেন। গান্ধী বাড়ির ছেলের সহজ-সরল আচরণে মুগ্ধ দিদি নং ১।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen