ভারত–দক্ষিণ আফ্রিকা ওডিআইয়ের আগে বড় খবর: ফিরছেন রোহিত–বিরাট, খুশি রাহুল

November 29, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে ভারত–দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজ, আর সেই মঞ্চেই দীর্ঘদিন পর একসঙ্গে দেখা যাবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। তাঁদের প্রত্যাবর্তনে যেন বাড়তি এনার্জি পাচ্ছে ড্রেসিংরুম। দলের স্ট্যান্ড ইন অধিনায়ক কেএল রাহুলও মানছেন— রোহিত–বিরাট মানেই আলাদা পরিবেশ, আলাদা আত্মবিশ্বাস।

রাহুল জানান, বিরাট এখনও প্র্যাকটিসে শতভাগ দেন এবং ওয়ান ডেতে ‘স্ট্রাইক রোটেশন’-এর ক্ষেত্রে তিনি সত্যিই অসাধারণ। সিঙ্গলস–ডাবলস নেওয়ার কৌশলেই ম্যাচের রং বদলে দেন কোহলি— এমনটাই মত রাহুলের। একইসঙ্গে রোহিতের অভিজ্ঞতা এবং উপস্থিতি দলকে আরও পরিণত করে তুলবে বলেও মনে করেন তিনি।

মাঝে ওডিআইয়ে বিরতি থাকলেও রবীন্দ্র জাডেজার ফেরা রাহুলকে আরও স্বস্তি দিচ্ছে। তাঁর কথায়, জাড্ডু বারবার প্রমাণ করেছেন তিনি ভারতের অন্যতম ভরসা।

এখন লক্ষ্য একটাই— সিরিজ জয়। টেস্ট সিরিজের হতাশা ভুলে নতুন করে শুরু করতে চাইছে ভারত।
এখন দেখার, রাহুলের নেতৃত্বে সিনিয়রদের প্রত্যাবর্তন কি ভারতের জন্য রং বদলাতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen