মোদী আমলে রেলে বাসা বেঁধেছে দালালরাজ? রেলমন্ত্রীর দাবি দু’বছরে গ্রেপ্তার সাড়ে ১৬ হাজার দালাল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩৫: মোদী আমলে রেল যেন মরণফাঁদে পরিণত হয়েছে। লাগাতার ট্রেন দুর্ঘটনায় বার বার যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার দেখা যাচ্ছে রেল ব্যবস্থায় বাসা বেঁধেছে দালালরাজ। গত দু’বছরে প্রায় ১৫ হাজার অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে সাড়ে ১৬ হাজারের কিছু বেশি।
বুধবার, কনফার্মড টিকিট সংক্রান্ত বিষয়ে সংসদে লিখিত প্রশ্ন করেন সমাজবাদী পার্টির (সপা) লোকসভার সাংসদ আনন্দ ভাদৌরিয়া। তার উত্তরেই সামনে এসেছে পরিসংখ্যান।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লিখিত জবাবে জানিয়েছেন, রেল আইনের ১৪৩ নং ধারায় দালালদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নিয়ম রয়েছে। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে দালালদের বিরুদ্ধে মোট ১৪ হাজার ৭৭৮টি অভিযোগ দায়ের করেছে আরপিএফ। অভিযোগের ভিত্তিতে ওই দু’বছরে মোট ১৬,৬১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার তৃণমূলের লোকসভার সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে লিখিতভাবে রেলমন্ত্রী জানিয়েছেন, কলকাতা মেট্রোর প্রায় ৫৬ কিলোমিটার অংশের বাস্তবায়নের কাজ এখন শুরু হয়েছে। জমি জটের জেরে প্রায় ২০ কিলোমিটার অংশের কাজ আটকে রয়েছে। রেলমন্ত্রী লিখিতভাবে জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবর্ষে প্রায় ৪,৬০০টি মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার এবং স্পেশাল ট্রেন চালানো হয়েছিল প্রতিদিন। ২০২৫-২৬ অর্থ বছরের মে মাস পর্যন্ত তা বাড়িয়ে করা হয়েছে দৈনিক প্রায় ৫,৩৮০টি। স্পেশাল ট্রেনের সংখ্যাই কেবল তিন গুণ বৃদ্ধি করা হয়েছে। এদিন অশ্বিনী বৈষ্ণব আরও জানিয়েছেন, ২০২৩-২৪ আর্থিক বছরে রেল ভাড়ায় প্রায় ৬০,৪৬৬ কোটি টাকার ভর্তুকি দেওয়া হয়েছে। ট্রেনের যাত্রী ভাড়ার ৪৫ শতাংশ অর্থই মিটিয়েছে রেলমন্ত্রক।