ধ্বনি ভোটে পাশ হল রেলওয়ে (সংশোধনী) বিল ২০২৪, এবার কী সম্পূর্ণ বেসরকারিকরণের পথে রেল?

লোকসভায় বুধবার ধ্বনি ভোটের মাধ্যমে পাশ হল রেলওয়ে (সংশোধনী) বিল ২০২৪।

December 12, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভায় বুধবার ধ্বনি ভোটের মাধ্যমে পাশ হল রেলওয়ে (সংশোধনী) বিল ২০২৪। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, রেল বেসরকারিকরণ হচ্ছে না। রেল বোর্ডের কার্যকারিতা ও স্বাধীনতা বাড়াতেই নাকি আইন সংশোধন করা হচ্ছে।

রেলওয়ে (সংশোধনী) বিল ২০২৪ নিয়ে বিতর্কে রেলমন্ত্রী অশ্নিনী বৈষ্ণব বলেন, বিল নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এই বিল বেসরকারিকরণের জন্য নয়। তাঁর দাবি, রেলের পরিষেবা আরও ভালো করতেই নাকি রেল আইনে সংশোধনী আনা হচ্ছে। অশ্বিনী বলেন, সংবিধান নিয়ে গুজব ছডানো ব্যর্থ হয়েছে, এবার রেল নিয়েও একই অবস্থা হল ওদের। বিরোধী দলগুলির প্রতি রেলমন্ত্রীর অনুরোধ, একসঙ্গে কাজ করে ভারতীয় রেলকে আধুনিক করে তুলি। রেল সংশোধনী বিলে তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। সেগুলো হল রেলবোর্ডের স্বাধীন দায়িত্ব, পরিষেবা ক্ষেত্রে কর্মদক্ষতা বৃদ্ধি ও রেল পরিষেবাকে আন্তর্জাতিক মানের করে তোলা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen