রেলপথ লাগোয়া রাস্তা সংস্কার করছেন না রেল, দায়িত্ব হাতে তুলে নিল পুরসভা

রেললাইন লাগোয়া এক রাস্তা। বড় গাড়ি না-চলায় এবং দ্রুত যাতায়াতের সুবিধা থাকায় হাজার হাজার মানুষ প্রতিদিন সেই রাস্তা ব্যবহার করেন। কিন্তু তা খানাখন্দে ভর্তি। পিচের আস্তরণ পড়েনি! রেলের জায়গা হওয়ায় সংস্কারের কাজ করতেও পারছে না পুরসভা। বহুবার রেলের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কোনও লাভ হয়নি। এবার রাস্তা সংস্কারের জন্য এনওসি চেয়ে রেলকে চিঠি দিলেন দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলার সুরজিৎ রায়চৌধুরী। তাঁর দাবি, রেল অনুমতি দিলেই মানুষের স্বার্থে দক্ষিণ দমদম পুরসভা রাস্তা সংস্কার করতে প্রস্তুত।

April 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
প্রতীকী চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রেললাইন লাগোয়া এক রাস্তা। বড় গাড়ি না-চলায় এবং দ্রুত যাতায়াতের সুবিধা থাকায় হাজার হাজার মানুষ প্রতিদিন সেই রাস্তা ব্যবহার করেন। কিন্তু তা খানাখন্দে ভর্তি। পিচের আস্তরণ পড়েনি! রেলের জায়গা হওয়ায় সংস্কারের কাজ করতেও পারছে না পুরসভা। বহুবার রেলের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কোনও লাভ হয়নি। এবার রাস্তা সংস্কারের জন্য এনওসি চেয়ে রেলকে চিঠি দিলেন দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলার সুরজিৎ রায়চৌধুরী। তাঁর দাবি, রেল অনুমতি দিলেই মানুষের স্বার্থে দক্ষিণ দমদম পুরসভা রাস্তা সংস্কার করতে প্রস্তুত।

দক্ষিণ দমদম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের সূর্যসেন নগর থেকে দমদম গোরাবাজার ক্যান্টনমেন্ট পর্যন্ত রেল লাইনের ধার দিয়ে একটি রাস্তা রয়েছে। প্রায় দেড় কিলোমিটারের এই রাস্তা দিয়ে যাতায়াত করেন এলাকার বাসিন্দারা। এই রাস্তায় বড় গাড়ি যাতায়াত করে না। ট্রাফিক জ্যামের সমস্যা না থাকায় স্কুল পড়ুয়া, অফিসযাত্রী, সাধারণ মানুষ রাস্তাটি ব্যবহার করেন। ক্যান্টনমেন্ট এলাকার বহু বাসিন্দা এই রাস্তা দিয়ে দমদম রোডে যাতায়াত করেন। দক্ষিণ দমদমের বাসিন্দারা ক্যান্টনমেন্ট ও গোরাবাজারে যান।

রাস্তাটি খানাখন্দে ভর্তি। বর্ষার সময় লাইনের জলে রাস্তা ভেসে যায়। তার মধ্য দিয়েই সাধারণ মানুষকে যাতায়াত করতে হয়। রেলকে বার বার চিঠি দেওয়া হলেও সমস্যার সমাধান হয়নি। রেল কর্তৃপক্ষ একাধিকবার রাস্তা পরিদর্শন করলেও, সংস্কারে কোনও অর্থ বরাদ্দ করেনি। এবার পুরসভা নিজের অর্থে ওই রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে। এনওসি চেয়ে পূর্ব রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen