যাত্রীসুবিধায় নতুন পদক্ষেপ রেলের, স্লিপার কোচেও এবার চাদর-বালিশের সুবিধা, নতুন পরিষেবা কবে থেকে শুরু?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫০: এবার ভারতীয় রেলওয়ের যাত্রীদের জন্য আসছে বড় সুখবর— বিশেষ করে যারা নন-এসি স্লিপার কোচে ভ্রমণ করেন। যাত্রী সুবিধা বাড়াতে ভারতীয় রেল লাগাতার নতুন পরিষেবা চালু করছে। সেই তালিকায় নতুন সংযোজন হিসেবে সাউদার্ন রেলওয়ে ঘোষণা করেছে, আগামী দিনে নন-এসি স্লিপার কোচেও মিলবে বেডরোল পরিষেবা। অর্থাৎ বিছানার চাদর, বালিশ এবং বালিশের কভার। এতদিন পর্যন্ত এই সুবিধা শুধুমাত্র এসি কোচেই মিলত।
মূল্যও রাখা হয়েছে সাধারণ মানুষের নাগালের মধ্যে। পুরো সেট কিনতে চাইলে (একটি চাদর + বালিশ + বালিশের কভার) খরচ হবে মাত্র ৫০ টাকা। শুধু চাদর লাগলে ২০ টাকা, আর বালিশ-সহ কভার নিতে চাইলে দিতে হবে ৩০ টাকা।
এই পরিষেবা শুরু হবে ১ জানুয়ারি ২০২৬ থেকে। প্রথম পর্যায়ে সাউদার্ন রেলওয়ের মোট ১০টি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনে চালু করা হবে পরিষেবা। তার মধ্যে থাকছে চেন্নাই-মেট্টুপালায়ম নীলগিরি সুপারফাস্ট এক্সপ্রেস, চেন্নাই-তাম্বারাম-নাগেরকোইল সুপারফাস্ট এবং চেন্নাই-আলাপ্পুঝা এক্সপ্রেস সহ আরও বেশ কয়েকটি ট্রেন।
২০২৩-২৪ সালে চালু হওয়া এনআইএনএফআরআইএস বা ‘নন-ফেয়ার রেভিনিউ স্কিম’-এর আওতায় পরীক্ষামূলকভাবে পরিষেবা শুরু করা হয়েছিল এবং যাত্রীদের থেকে যখন বিপুল প্রশংসা আসে, তখনই সিদ্ধান্ত হয় স্থায়ীভাবে এই পরিষেবা চালুর।
এতে শুধু যাত্রীরা আরামদায়ক ভ্রমণের সুযোগ পাবেন তাই নয়, রেলের আয়ও বাড়বে। অনুমান, আগামী তিন বছরে শুধুমাত্র চেন্নাই বিভাগ থেকেই অতিরিক্ত আসতে পারে প্রায় ২৮.২৭ লাখ টাকা।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই প্রশংসার ঢেউ— অনেকে বলছেন, “ছোট উদ্যোগ, কিন্তু বড় স্বস্তি!”