Durga Puja 2025: সপ্তমী থেকে দশমী হাওড়া ডিভিশনে স্পেশাল লোকাল চালাবে রেল

September 28, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫.৫৫: আজ ষষ্ঠী। ইতিমধ্যে শহরতলি ও জেলা থেকে শহরে ভিড় জমাচ্ছেন মানুষ। প্যান্ডেল হপিং শুরু হয়েছে তৃতীয়া থেকেই। জেলা থেকে কলকাতায় ঠাকুর দেখতে আসা মানুষের ভরসা বলতে লোকাল ট্রেন। এবার হাওড়া ডিভিশনে সপ্তমী থেকে দশমী– পুজোর চারদিন বাড়তি ৮টি স্পেশাল লোকাল চালাবে রেল।

জানা গিয়েছে, স্পেশাল লোকালগুলো ব্যান্ডেল, তারকেশ্বর, বর্ধমান মেইন ও কর্ড লাইনে চলবে। ওইসব এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ কলকাতায় ঠাকুর দেখতে আসে। এক জোড়া হাওড়া-বর্ধমান (ভায়া ব্যান্ডেল) লোকাল রয়েছে। যার একটি হাওড়া থেকে রাত ১২টা ৪৫ মিনিটে ছেড়ে রাত ৩টে ১০ মিনিটে বর্ধমানে পৌঁছবে। ফিরতি রুটে ট্রেনটি পুজোর চারদিন রাত ৯টা ৪০ মিনিটে বর্ধমান থেকে ছেড়ে রাত ১২টা ৫ মিনিটে হাওড়ায় পৌঁছবে। আর এক জোড়া হাওড়া-বর্ধমান (ভায়া ডানকুনি) রুটের একটি হাওড়া থেকে রাত সোওয়া ১টায় রওনা দেবে। ট্রেনটি রাত ৩টে ২০ মিনিটে বর্ধমানে পৌঁছবে। বর্ধমান থেকে ফিরতি ট্রেটি রাত সাড়ে ১০টায় রওনা দিয়ে হাওড়া স্টেশনে ১২টা ৪৫ মিনিটে পৌঁছবে।

এক জোড়া হাওড়া-ব্যান্ডেল স্পেশাল ট্রেন হাওড়া থেকে ছাড়বে রাত ১টায়। ট্রেনটি রাত ২টো ৫ মিনিটে ব্যান্ডেল স্টেশনে পৌঁছবে। ব্যান্ডেল থেকে ট্রেনটি রাত সাড়ে ১১টায় ছাড়বে। সেটি হাওড়া স্টেশনে পৌঁছবে রাত ১২টা ৩৫ মিনিটে। এছাড়াও হাওড়া-বর্ধমান (ভায়া ব্যান্ডেল) মেমু লোকাল সপ্তমী থেকে দশমীতে যাত্রাপথে সমস্ত স্টেশনে থামবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen