এ রাজ্য থেকে এবারের মতো বিদায় নিল বর্ষা

এ বছর সারা দেশেই ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে।

October 24, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

শনিবার এ রাজ্য থেকে এবারের মতো বিদায় নিল বর্ষা। এর পূর্বাভাস অবশ্য আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। কিছুদিন আগে তারা জানায়, দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পাততাড়ি গোটাবে ২৬ অক্টোবর। আর পশ্চিমবঙ্গ সহ দেশের পূর্ব অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরে যাবে ২৩ অক্টোবর নাগাদ।

সেই মতোই এদিন পুরো পশ্চিমবঙ্গ থেকেই প্রস্থান হল বর্ষার। একই সঙ্গে শীত আসার প্রক্রিয়াও শুরু হয়ে গেল। এদিন দিল্লির মৌসম ভবনের তরফে এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সাধারণভাবে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা ১৫ অক্টোবর নাগাদ বিদায় নেয়। এবার তা প্রায় আটদিন বিলম্বিত হল। অক্টোবরের গোড়ার দিকে এবার বর্ষাবিদায়ের প্রক্রিয়া শুরু হয় দেশে।

এ বছর সারা দেশেই ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen