দুর্গাপুজোর মধ্যে বৃষ্টির আশঙ্কা আরও বাড়ল

গত মাসে শেষের দিকে বৃষ্টিতে ভেসে গিয়েছিল দক্ষিণবঙ্গ।

October 11, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

স্বস্তির খবর তো মিলল না। উলটে দুর্গাপুজোর মধ্যে বৃষ্টির আশঙ্কা আরও বাড়ল। রবিবার আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হল, উত্তর আন্দামান সাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা আগামী ৪৮ ঘণ্টায় আরও ঘনীভূত হবে। তার ফলে অষ্টমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। উপকূলবর্তী জেলাগুলিতে অবশ্য বৃষ্টির মাত্রা বেশি থাকতে পারে।

গত মাসে শেষের দিকে বৃষ্টিতে ভেসে গিয়েছিল দক্ষিণবঙ্গ। সেই রেশ কাটতে না কাটতেই পুজোর ঠিক আগে উত্তর আন্দামান সাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। যা ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে অগ্রসর হতে পারে। তার ফলে বাংলায় অতি ভারী বৃষ্টির ভ্রুকূটি তেমন নেই। তবে পরোক্ষভাবে সেই নিম্নচাপের যে প্রভাব বাংলার উপর পড়বে, তার জেরে অষ্টমী থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বর্ষণের সম্ভাবনা আছে। যে বৃষ্টি চলতে পারে দশমী পর্যন্ত।

কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস আছে?

অষ্টমী থেকে দুই পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা আছে। সেই সময় উত্তাল হতে পারে সমুদ্র। মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হযেছে। তবে উত্তরবঙ্গের আবহাওয়া মোটামুটি ভালো থাকবে। সেখানে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

তারইমধ্যে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, রবিবার সন্ধ্যার দিকে কলকাতার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বর্ষণ হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen