বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন শ্রাবন্তী? রাজের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জল্পনা

শ্রাবন্তীকে ফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও উত্তর মেলেনি।

November 11, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিজেপি থেকে শ্রাবন্তীর পদত্যাগ এবং তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন পরিচালক রাজ চক্রবর্তী। তিনি বললেন, “তৃণমূলে যোগ দেওয়া নিয়ে শ্রাবন্তীর সঙ্গে আমার কোনও কথা হয়নি। তবে আমাদের দিদি ব্যক্তিগত সম্পর্ককে রাজনীতির উপরে রাখেন।”

পরিচালক জানান, শ্রাবন্তীকে মুখ্যমন্ত্রী মানুষ হিসেবে খুবই পছন্দ করেন। নায়িকার জন্মদিন থেকে পুজো— সব উপলক্ষেই নিয়ম করে তাঁকে উপহার পাঠান। রাজের বক্তব্য, “দিদি কিন্তু কোনও দিন দেখেন না, কে কোন দলের হয়ে কাজ করছে। তাঁর কাছে আগে ভালবাসা, পরে রাজনীতি। আর সেই কারণেই দিদির দরজা সকলের জন্য খোলা।” অর্থাৎ, শ্রাবন্তী তৃণমূলে যোগ দিতে চাইলে দল যে তাঁকে গ্রহণ করবে, এমন ইঙ্গিত রাজের কথায় স্পষ্ট।

শ্রাবন্তীকে ফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও উত্তর মেলেনি। নায়িকা কি আবার রাজনীতিতে যুক্ত হবেন? আপাতত সেটাই প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen