রাজ কুন্দ্রার বিস্ফোরক দাবি: বিপাশা-নেহার অ্যাকাউন্টে টাকা, ৬০ কোটি টাকার প্রতারণা মামলায় শিল্পা শেঠির নামও জড়াল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে ৬০ কোটি টাকার প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশের ইকনমিক অফেন্সেস উইং (EOW)। পাঁচ ঘণ্টার জিজ্ঞাসাবাদে রাজ কুন্দ্রা এমন এক বিস্ফোরক দাবি করেছেন যা বলিউডে তোলপাড় ফেলে দিয়েছে। কুন্দ্রার দাবি, বিপাশা বসু এবং নেহা ধুপিয়ার মতো জনপ্রিয় অভিনেত্রীদের পারিশ্রমিক হিসেবে ওই বিপুল টাকার একটি অংশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, তদন্তকারীরা ইতিমধ্যে প্রায় ২৫ কোটি টাকার সরাসরি লেনদেনের প্রমাণ পেয়েছেন। এই অর্থ শিল্পা শেঠি, বিপাশা বসু, নেহা ধুপিয়ার ব্যক্তিগত অ্যাকাউন্টে এবং প্রযোজনা সংস্থা বালাজি এন্টারটেইনমেন্টের অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে। এই তথ্য মামলার জট আরও বাড়িয়েছে।
তদন্তে আরও জানা গেছে, নোটবন্দির সময় কোম্পানির আর্থিক লেনদেনে বড়সড় প্রভাব পড়েছিল। সেই সময় কিছু সন্দেহজনক ফান্ড ট্রান্সফার করা হয়েছিল অন্য অ্যাকাউন্টে। এই লেনদেনের গুরুত্বপূর্ণ প্রমাণ এখন EOW-এর হাতে এসেছে।
EOW রাজ কুন্দ্রাকে ‘বেস্ট ডিল’ নামের একটি প্রজেক্টের ভিডিও জমা দিতে নির্দেশ দিয়েছে। কুন্দ্রা দাবি করেছেন যে তিনি আগেই এই ভিডিও সম্পত্তি সেলকে জমা দিয়েছেন। তবে তদন্তকারীরা ভিডিওগুলো আবার হেফাজতে নিতে চান এবং বিস্তারিতভাবে পরীক্ষা করবেন।
তদন্তকারীরা জানিয়েছেন, কুন্দ্রা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নে নীরব থেকেছেন। তাই তাঁকে আবারও তলব করা হবে। এ ছাড়া যাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে, তাঁদেরও সমন পাঠানো হবে।
মুম্বই পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, “অভিনেত্রী শিল্পা শেঠি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণা মামলায় তদন্ত চলছে। রাজ কুন্দ্রাকে নোটিস পাঠানো হয়েছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে।”
এই মামলার তদন্তে প্রতিনিয়ত নতুন নাম উঠে আসছে। তদন্তকারীদের ধারণা, প্রতারণার পরিধি আরও বড় হতে পারে। তাই আগামী দিনে আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে পারে।
বলিউডের জনপ্রিয় তারকাদের নাম এই মামলায় জড়িয়ে পড়ায়, শুধু বিনোদন জগত নয়, পুরো দেশেই ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, এই হাই-প্রোফাইল কেসের তদন্ত শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়।