শিক্ষকের বোতল থেকে জল পান! প্রাণ গেল রাজস্থানের ৯ বছরের দলিত বালকের
বাচ্চাটির পরিবারের অভিযোগ, বেদম প্রহারের কারণেই শিশুটির চোখ ও কান ফুলে যায়। অসুস্থ শিশুটিকে আমেদাবাদের এক হাসপাতালে ভর্তি করা হয়

মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকল রাজস্থান। আবার দলিতের রক্তে রেঙে উঠল রাজস্থান (Rajasthan)। শুধুমাত্র দলিত হওয়ার অপরাধে, প্রাণ গেল ৯ বছরের বালকের।
রাজস্থানের জালোর জেলার সাইলা গ্রামের ঘটনা। জুলাই মাসের ২০ তারিখে তীব্র গরমে জল তেষ্টা পাওয়ায় স্কুলেই শিক্ষকের বোতল থেকে জল পান করে ওই শিশু। কিন্তু দলিত হওয়ার অপরাধে শিশুটিকে বেধড়ক প্রহার করতে শুরু করেন সেই শিক্ষক। বাচ্চাটির পরিবারের অভিযোগ, বেদম প্রহারের কারণেই শিশুটির চোখ ও কান ফুলে যায়। অসুস্থ শিশুটিকে আমেদাবাদের এক হাসপাতালে ভর্তি করা হয়।
১৩ আগস্ট শনিবার শেষ হয় প্রায় তিন সপ্তাহের লড়াই। ওই শিশুটির (Dalit Deaths) মৃত্যু হয়। কেবল দলিত হওয়ার অপরাধে চলে গেল এক প্রাণ! অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। থানায় মামলা দায়ের করা হয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) জানিয়েছেন, ঘটনার তদন্ত হবে এবং অভিযুক্তকে শাস্তি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ওই শিশুর পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অশান্তি এড়াতে এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।