আইপিএলে দ্বিতীয় শতরান বাটলারের, ৭ রানে কেকেআর কে হারাল রাজস্থান

এ বলে আমায় দেখ তো ও বলে আমায়।

April 18, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। সোম-রাতের রাজস্থান বনাম কেকেআরের লড়াইয়ে কাকে ছেড়ে কার পারফরম্যান্সের তারিফ করবেন, ভেবে কূল পাচ্ছিলেন না বিশেষজ্ঞরাও। দিনের শেষে কোনও এক দল তো জিতবেই। কিন্তু ৪০টি ওভারে ব্যাটার এবং বোলাররা যেভাবে দর্শকদের মনোরঞ্জন করলেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। বাটলারের অনবদ্য সেঞ্চুরি থেকে ফিঞ্চ ঝড়, হাত ঘুরিয়ে চাহালের হ্যাটট্রিক থেকে শ্রেয়সের অধিয়ানোকচিত ইনিংস- সব মিলিয়ে দুর্দান্ত রুদ্ধশ্বাস এক লড়াইয়ের সাক্ষী রইল ব্র্যাবর্ন স্টেডিয়াম।

চলতি আইপিএলে শুরু থেকেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছেন জস বাটলার। আর এদিন কলকাতার বিরুদ্ধে মাত্র ৫৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে নয়া নজির গড়লেন তিনি। ষষ্ঠ ব্যাটার হিসেবে একই আইপিএলে দুটি শতরানের মালিক হয়ে গেলেন এই ইংলিশ তারকা। এই তালিকায় রয়েছেন বিরাট কোহলি, শিখর ধাওয়ান, হাসিম আমলা, শেন ওয়াটসন এবং ক্রিস গেইল। কমলা টুপিধারী বাটলারের ঝুলিতে এখন মোট তিনটি আইপিএল সেঞ্চুরি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen