যশস্বী, চাহলের রেকর্ড ঝড়ে ঘরের মাঠেই উড়ে গেলো KKR

ঘরের মাঠেই উড়ে গেলো KKR

May 11, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজকে কলকাতার ইডেনে মুখোমুখি হয়েছিল কেকেআর এবং রাজস্থান রয়্যালস।

রাজস্থান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। শুরু একদমই ভালো হয়নি কলকাতার। ২৯ রানের মাথায় দুই ওপেনারকে হারায় কলকাতা। নীতিশ রানা (২২), ভেঙ্কটেশ আইয়ার (৫৭), রিঙ্কু সিং (১৬) রানের দৌলতে নির্ধারিত ২০ ওভারে কলকাতা নাইট রাইডার্স ৮ উইকেটে করে ১৪৯ রান। রাজস্থানের হয়ে ৪ উইকেট নেন চাহাল। ২টি উইকেট নেন ট্রেন্ট বোল্ট, ১টি করে উইকেট নেন সন্দীপ শর্মা ও কে এম আসিফ।

রাজস্থান রয়্যালস ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে রান তুলতে থাকে। ১৩ বলে ৫০ করে IPL-র দ্রুততম অর্ধশতরান করেন যশস্বী। ৪৭ বলে ৯৮ করে অপরাজিত থাকেন যশস্বী। অধিনায়ক সঞ্জু স্যামসন ২৯ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন। একটি মাত্র উইকেট হারায় রাজস্থান, রান আউট হন জস বাটলার। ১৩.১ ওভারে ১৫১ রানে পৌঁছে যায় রাজস্থান ১ উইকেটে। এই জয়ের ফলে পয়েন্টস টেবিলে ১২ পয়েন্ট নিয়ে ৩ নং রাজস্থান রয়্যালস।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen