BJP নেতার বাড়ি ঘিরে NRC বিরোধী বিক্ষোভ রাজবংশী সম্প্রদায়ের, জলপাইগুড়িতে উত্তেজনা

বিক্ষোভকারীদের অভিযোগ, কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী নামে এক রাজবংশী নাগরিককে অসম সরকার এনআরসির নোটিশ ধরিয়েছে।

July 12, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৫: এনআরসি নিয়ে ফের উত্তাল উত্তরবঙ্গ। শনিবার জলপাইগুড়িতে বিজেপির জেলা সভাপতি শ্যামল রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন রাজবংশী সম্প্রদায়ের একাংশ। তাঁদের দাবি— এই সম্প্রদায়ের মানুষদের যেন জাতীয় নাগরিকপঞ্জির (NRC) আওতায় না আনা হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী নামে এক রাজবংশী নাগরিককে অসম সরকার এনআরসির নোটিশ ধরিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই এদিন এই প্রতিবাদে সামিল হন বহু মানুষ। তাঁদের বক্তব্য, যেহেতু বিজেপির জেলা সভাপতি নিজেও রাজবংশী সম্প্রদায়ের, তাই এই বিষয়ে তাঁর নিরবতা অমার্জনীয়। এ কারণেই তাঁর বাড়ির সামনেই বিক্ষোভের সিদ্ধান্ত।

এক বিক্ষোভকারী জানান, তাঁরা চান না রাজবংশী সমাজের মানুষজন এই ধরনের তালিকাভুক্তিকরণ প্রক্রিয়ার শিকার হোক। একই সঙ্গে তিনি জানান, জেলা সভাপতি সেদিন বাড়িতে ছিলেন না, তবে ভবিষ্যতে তাঁদের দাবিদাওয়া নিয়ে সরাসরি দেখা করবেন।

এই দিনের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভকারীরা একটি শান্তিপূর্ণ ধর্ণায় বসেন, যেখানে তাঁরা নিজেদের দাবি ও উদ্বেগ প্রকাশ করেন। এনআরসি প্রক্রিয়া নিয়ে রাজবংশী সমাজের মধ্যে যে আশঙ্কা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেই কারণেই এই প্রতিবাদের আয়োজন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen