Rajdeep Sardesai: ক্যান্সার-মুক্ত বর্ষীয়ান সাংবাদিক রাজদীপ সারদেশাই, শোনালেন কর্কট-জয়ের কাহিনী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩০: ৬০তম জন্মদিনের মাত্র কয়েক সপ্তাহ পরই জীবনের সবচেয়ে শক্ত খবরটি পান বর্ষীয়ান সাংবাদিক রাজদীপ সারদেশাই (Rajdeep Sardesai)। জুলাই মাসে জন্মদিন পালন করার পর অগাষ্টে তিনি জানতে পারেন যে, তাঁর প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে। এরপরই দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি। অত্যাধুনিক রোবোটিক সার্জারির মাধ্যমে সফলভাবে ক্যানসার আক্রান্ত প্রোস্টেট বের করা হয়, যা তাঁর জীবনে বিরাট পরিবর্তন এনেছে বলে জানিয়েছেন রাজদীপ নিজেই।
প্রোস্টেট ক্যানসার ভারতের পুরুষদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক শনাক্ত ক্যানসার, বিশেষত বয়স্কদের ক্ষেত্রে।
নিজের সাপ্তাহিক ভিডিও ব্লগ ‘স্ট্রেট ব্যাট উইথ রাজদীপ সারদেশাই’-এ জ্যেষ্ঠ সাংবাদিক অত্যন্ত আবেগঘনভাবে তাঁর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের গল্প শেয়ার করেন। তাঁর কথায়, “এই বছরটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমি বুঝেছি, শরীর আর সময়, দুটিই অমূল্য।”
রাজদীপ জানান, একদিন হঠাৎই হোয়াটসঅ্যাপে তাঁর চিকিৎসকের পাঠানো বার্তা আসে, যেখানে লেখা ছিল যে তাঁর প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে। কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে যান তিনি। “আমি বারবার সেই মেসেজটার দিকে তাকিয়ে ছিলাম, বিশ্বাসই করতে পারছিলাম না। মনে হচ্ছিল, ক্যানসার! আমি? কীভাবে?”, বলেছেন রাজদীপ।
এই কঠিন সময়ে তাঁকে সাহস জুগিয়েছিলেন তাঁর পুত্র, যিনি পেশায় সার্জন। ছেলের আশ্বাস ও আত্মবিশ্বাস তাঁকে নতুন করে শক্তি জুগিয়েছে বলে জানিয়েছেন রাজদীপ। পরবর্তী কয়েক সপ্তাহ ধরে একের পর এক পরীক্ষা, চিকিৎসকদের সঙ্গে আলোচনা, এবং ক্যানসার জয় করা আরও অনেকের গল্প শুনে তিনি নিজের লড়াইয়ের প্রেরণা খুঁজে পান। তাঁর কথায়, “আমি দেখেছি, ক্যানসার শুধু শরীর নয়, মনকেও আঘাত করে। কিন্তু সাহস, ভালোবাসা আর ইতিবাচক মনোভাব, এই তিনটিই লড়াইয়ের সবচেয়ে বড় ওষুধ।”
আজ তিনি সুস্থ আছেন এবং জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলে গিয়েছে। রাজদীপ সারদেশাইয়ের এই অভিজ্ঞতা অনেকের কাছেই প্রেরণার উৎস হয়ে উঠেছে, যেখানে ভয় নয়, জীবনের প্রতি আস্থা আর লড়াইয়ের মনোভাবই জয়ী হয়।