শেষকৃত্য হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই শহিদ রাজেশের বোনকে চাকরি! মানবিক রাজ্য সরকার

লাদাখ সীমান্তে আগ্রাসী চিনা সৈনিকের হাতে শহিদ বাঙালি জওয়ান রাজেশ ওঁরাওয়ের পরিবারের একজনকে চাকরি ও আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

June 21, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

লাদাখ সীমান্তে আগ্রাসী চিনা সৈনিকের হাতে শহিদ বাঙালি জওয়ান রাজেশ ওঁরাওয়ের পরিবারের একজনকে চাকরি ও আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ব্যপারে খুবই তৎপর দেখাল রাজ্য। রাজেশের ওঁরাওয়ের শেষকৃত্য হওয়ার আগেই আর্থিক সাহায্যের সেই চেক তুলে দেওয়া হয়েছিল পরিবারের হাতে। এবার শেষকৃত্য সম্পন্ন হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই শনিবার চাকরি দেওয়ার প্রক্রিয়াটি শুরু করে দিল বীরভূম প্রশাসন।

শনিবার শহিদ রাজেশের বাড়িতে গাড়ি পাঠিয়ে তার অবিবাহিত ছোট বোন শকুন্তলাকে সিউড়ি প্রশাসন ভবনের নিয়ে আসা হয়। এদিন তার থেকে শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র নেওয়া হল এবং তার চাকরির আবেদন গ্রহণ করা হল। তার কাছ থেকে শিক্ষাগত যোগ্যতা-সহ অন্যান্য নথি গ্রহণ করেন সদর মহকুমা শাসক রাজীব মণ্ডল। শকুন্তলার বর্তমান বয়স ১৯ বছর, স্নাতকস্তরে দ্বিতীয় বর্ষের ছাত্রী। অর্থাৎ এই মুহুর্তে শকুন্তলা উচ্চ মাধ্যমিক পাস। এই যোগ্যতাই শকুন্তলা গ্রুপ সি পদে চাকরি পাবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

শহিদ রাজেশের বোনকে চাকরি

এদিন রাজেশের বোন শকুন্তলা ওঁরাও জানিয়েছেন, ‘প্রশাসনের পক্ষ থেকে আজ আমাকে ডেকে পাঠানো হয়েছিল। আমার শিক্ষাগত যোগ্যতা, আধার কার্ড, ভোটার কার্ড প্রভৃতি নথি নেওয়া হয়েছে। এছাড়া চাকরির আবেদন নেওয়া হয়েছে।’

সদর মহকুমাশাসক রাজীব মণ্ডল এপ্রসঙ্গে জানিয়েছেন, ‘চিন সীমান্তে শহিদ রাজেশের অবিবাহিত বোনের কাছ থেকে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য নথি আমরা সংগ্রহ করেছি। চাকরির আবেদনও আমরা গ্রহণ করেছি। পুরো প্ৰক্রিয়াটি খুব দ্রুত সম্পন্ন হয়ে যাবে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen