এখনও আমি তৃণমূলের কর্মী- রাজীব বন্দ্যোপাধ্যায়

কিছুদিন আগেই শুভেন্দু এবং রাজীবের একত্রে ছবি সম্বলিত পোস্টার হাওড়ার বেশ কয়েক জায়গায় দেখা গিয়েছিল।

December 16, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

শুভেন্দু অধিকারীর পরে বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়ের (Rajib Banerjee) ‘রাজনৈতিক অবস্থান’ নিয়ে জল্পনা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। তিনি নিজে অবশ্য নিজেকে ‘এখনও তৃণমূলের কর্মী’ হিসেবেই পরিচয় দিচ্ছেন। পাশাপাশি, বিজেপি-তে যোগ দেওয়ার সম্ভাবনা খারিজ করলেও তাঁর ‘ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান’ সম্পর্কে জল্পনা জিইয়ে রেখেছেন।

মঙ্গলবার বিকেলে ডোমজুড়ের পাকুরিয়ায় চাকরিপ্রার্থীদের জন্য একটি ‘ফ্রি কোচিং সেন্টার’ উদ্বোধন করে রাজীব বলেন, ‘‘বাম আমল থেকেই রাজ্যে চাকরির খরা চলছে। বেকার যুবক-যুবতীরা হতাশ এবং দিশাহীন। তিনি তাদের দিশা দেখানোর জন্যই ডোমজুড় বিধানসভা কেন্দ্রের এই ‘ফ্রি কোচিং সেন্টার’। এই সেন্টারে যাবতীয় সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সুযোগ মিলবে।’’

রাজনৈতিক মহলে খবর, শুভেন্দু বিজেপি-তে (BJP) যোগদান করতে চলেছেন। এ প্রসঙ্গে রাজীব বলেন, ‘‘শুভেন্দুর ব্যাপার একান্তই তাঁর ব্যক্তিগত। তিনি নিজেই তা বলতে পারবেন। আমি জানি না এ বিষয়ে।’’

কিছুদিন আগেই শুভেন্দু এবং রাজীবের একত্রে ছবি সম্বলিত পোস্টার হাওড়ার বেশ কয়েক জায়গায় দেখা গিয়েছিল। এ নিয়ে তিনি বলেন, তাঁর শুভানুধ্যায়ীরা কেউ এই পোস্টার লাগাতে পারে। তবে তিনি তৃণমূলের একজন কর্মী হিসেবে আছেন এখনও পর্যন্ত।

বিজেপিতে যোগদানের সম্ভবনার প্রশ্নের উত্তরে রাজীবের মন্তব্য, ‘‘এখনও আমি তৃণমূলের (Trinamool) একজন কর্মী।’’ জানান, নেতৃত্ব ডাকলেই দ্বিতীয় দফায় বৈঠকে বসতেও রাজি। বিজেপি-তে যোগদানের সম্ভবনা নিয়ে জল্পনা উড়িয়ে তিনি বলেন, ‘‘আমার অবস্থান আগেই জানিয়ে দিয়েছি। এ নিয়ে জল্পনার জায়গা নেই। এর পর যদি কিছু হয় তবে তা সকলেই দেখতে পাবেন।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen