৪৬ বছর পর ফের কমল হাসান- রজনীকান্ত জুটি, ২০২৬-এর জুনে আসছে জেলার ২

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩১: ২০২৩ সালে মুক্তি পাওয়া রজনীকান্তের ব্লকবাস্টার সিনেমা ‘জেলার’ মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে দাপট দেখিয়েছিল। এবার ভক্তদের জন্য বড় সুখবর দিলেন দক্ষিণী সুপারস্টার। নিজেই জানালেন, ‘জেলার ২’ আগামী ১২ জুন, ২০২৬-এ বিশ্বজুড়ে মুক্তি পাবে। কেরালায় শুটিং শেষ করে চেন্নাই ফিরেই সংবাদমাধ্যমকে এই খবর জানান তিনি।
একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে, ছবিটি একাধিক লোকেশনে শুট করা হচ্ছে। সম্প্রতি কেরালার পালাক্কাড়ে শুটিং চলাকালীন হাজারো ভক্ত রজনীকান্তকে স্বাগত জানাতে জড়ো হয়েছিলেন। সেখানেই ছবির গ্র্যান্ড ক্লাইম্যাক্স দৃশ্য ধারণ করা হয়েছে।
#Thalaivar press meet before leaving to Palakkad for #Jailer2 shoot . ❤️
“ My next movie with RKFI and Red Giants . Even I wish to act with Kamal . Still story characters and director not finalised “#Rajinikanth | #SuperstarRajinikanth | #Superstar @rajinikanth pic.twitter.com/XReupfNSO8
— Suresh Balaji (@surbalu) September 17, 2025
নেলসন দিলীপকুমার পরিচালিত জেলার ২-এ আবারও ‘টাইগার’ মুথুয়েল পাণ্ডিয়ানের চরিত্রে ফিরছেন রজনীকান্ত। তাঁর সঙ্গে আগের ছবির রাম্যা কৃষ্ণন, যোগী বাবু ও মিরনাও থাকছেন। নতুনভাবে কাস্টে যোগ দিচ্ছেন এস জে সূর্যাহ, সুরাজ ভেঞ্জারামুডু ও আন্না রাজন। আরও বড় চমক হলো ক্যামিও চরিত্রে থাকছেন শিবরাজকুমার ও মোহনলাল। এছাড়া বিশেষ উপস্থিতিতে দেখা যাবে নন্দামুরি বালাকৃষ্ণ ও মিঠুন চক্রবর্তীকে।
এদিকে, সম্প্রতি লোকেশ কানাগারাজ পরিচালিত ‘কুলি’ ছবিতে দেখা গিয়েছিল রজনীকান্তকে। তবে সবচেয়ে বড় চমক হলো, ৪৬ বছর পর ফের একসঙ্গে কাজ করতে যাচ্ছেন রজনীকান্ত ও কামাল হাসান। দুবাইয়ে অনুষ্ঠিত NEXA SIIMA Awards 2025-এ কামাল হাসান নিজেই এই খবর নিশ্চিত করেছেন।
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রজনীকান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন ‘জেলার ২’-এর মুক্তির তারিখ। এখন কেবল অপেক্ষা ২০২৬ সালের জুন মাসের।