যুদ্ধ পরিস্থিতিতে বিরাট সিদ্ধান্ত ওয়ামিকা-রাজকুমারের!

প্রেম, দ্বিধা আর নতুন সুযোগ নিয়ে এই ছবি দর্শকদের হাসাবে, ভাবাবে। অপেক্ষা শুধু ১৬ই মে প্রাইম ভিডিওতে মুক্তির।

May 8, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজকুমার রাও ও ওয়ামিকা গাবি অভিনীত ‘ভুল চুক মাফ’ আর থিয়েটারে মুক্তি পাচ্ছে না। প্রাথমিকভাবে ৯ মে থিয়েটারে মুক্তির কথা থাকলেও, এখন এটি ১৬ মে আমাজন প্রাইম ভিডিওতে আসবে। কারণ হিসেবে নির্মাতারা ভারত-পাকিস্তান উত্তেজনাকে দর্শিয়েছেন। ম্যাডক ফিল্মস ও আমাজন এমজিএম স্টুডিওর যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “বর্তমান পরিস্থিতি ও জাতীয় নিরাপত্তা বিবেচনায় আমরা ‘ভুল চুক মাফ’ সরাসরি প্রাইম ভিডিওতে মুক্তি দিচ্ছি। ১৬ মে থেকে এটি বিশ্বজুড়ে স্ট্রিমিংয়ে আসবে। আমরা থিয়েটারে দর্শকদের সঙ্গে ফিল্মটি উদযাপন করতে চাইলেও, জাতীয় স্বার্থই আমাদের কাছে প্রাধান্য পেয়েছে। জয় হিন্দ!”

মুক্তি পাচ্ছে না রাজকুমারের ছবি ‘ভুল চুক মাফ’!

করণ শর্মার পরিচালনায় এই কমেডি ড্রামাটি এখন দর্শকদের ঘরেই পৌঁছে যাবে। থিয়েটারের বদলে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির এই সিদ্ধান্তে অনেকেই হতাশ। তবে, নিরাপত্তার খাতিরে নির্মাতাদের এই সিদ্ধান্তকে যুক্তিসঙ্গত বলে মনে করছেন অনেকে।

ওয়ামিকা ও রাজকুমারের এই রোমান্টিক কমেডি ভরপুর মিষ্টি হাসি আর ছোট্ট শহরের প্রেমের গল্প নিয়ে। বারাণসীর রঙিন গলিতে ঘটনাচক্রে জড়িয়ে পড়ে রঞ্জন, এক স্বপ্ন-দেখা প্রেমিক। সরকারি চাকরি পেয়ে সে ফিরে পেতে চায় তার প্রিয় তিতলিকে। কিন্তু বিয়ের ঠিক আগেই অদ্ভুত এক ঘটনা সব হিসেব উলটপালট করে দেয়। শুরু হয় এক টানটান, মজার আর হৃদয়গ্রাহী যাত্রা – ভাগ্য কি তাদের ফের একসাথে করবে?

প্রেম, দ্বিধা আর নতুন সুযোগ নিয়ে এই ছবি দর্শকদের হাসাবে, ভাবাবে। অপেক্ষা শুধু ১৬ই মে প্রাইম ভিডিওতে মুক্তির।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen