শুভেন্দুর মিছিলে অনুপস্থিত ‘রাজমাতা’, কৃষ্ণনগরে গেরুয়া শিবিরে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৪০: নদীয়ার কৃষ্ণনগরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলকে কেন্দ্র করে সামনে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। শুক্রবার রাজবাড়ির মাঠ থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত বিরোধী দলনেতা মিছিল করেন। পরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। তবে কৃষ্ণনগরের প্রাক্তন প্রার্থী ‘রাজমাতা’ অমৃতা রায়কে এই কর্মসূচিতে ডাকা হয়নি। বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
অমৃতা রায়ের অভিযোগ, দলের কর্মসূচি সম্পর্কে তাঁকে কিছুই জানানো হয়নি। আরও গুরুতর অভিযোগ এনে তিনি বলেন, লোকসভা ভোটের সময় দলের তহবিল থেকে লক্ষ লক্ষ টাকা তছরূপ করেছেন জেলা সভাপতি অর্জুন বিশ্বাস। হিসাব চাইতেই তাঁকে কোণঠাসা করে দেওয়া হয়েছে। তাঁর কথায়, “শীর্ষ নেতৃত্বকে জানিয়েও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলার পর থেকেই আমাকে বয়কট করা হচ্ছে।”
অন্যদিকে জেলা সভাপতি অর্জুন বিশ্বাস অভিযোগ উড়িয়ে দিয়ে জানান, “উনি রাজনীতির মানুষ নন। আমাদের ভুল হয়েছিল ওঁকে প্রার্থী করা। এখন উনি কী বলছেন, তার কোনও গুরুত্ব নেই।”
গত লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে মহুয়া মৈত্রর বিরুদ্ধে লড়াই করেছিলেন অমৃতা রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিজেপির কেন্দ্রীয় নেতারা তাঁর হয়ে প্রচারে নামলেও তিনি বড় ব্যবধানে পরাজিত হন। তারপর থেকে জেলা রাজনীতিতে একপ্রকার ব্রাত্য হয়ে পড়েছেন তিনি।
রাজনৈতিক মহলের মতে, সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে প্রকাশ্যে এই অন্তর্কলহ গেরুয়া শিবিরকে কোণঠাসা করে দিচ্ছে। কৃষ্ণনগরে শুভেন্দুর মিছিলে রাজমাতার অনুপস্থিতি তাই নতুন করে প্রশ্ন তুলেছে বিজেপির ভেতরের ঐক্য নিয়ে।