অসুস্থ রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত, সমাজমাধ্যমে জানিয়ে নিলেন বিরতি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১১: অসুস্থ শিবসেনার উদ্ধব শিবিরের অন্যতম নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut)। স্বাস্থ্যের অবনতি হওয়ায় আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন। জানা যাচ্ছে, আগামী দু’মাস ‘পাবলিক লাইফ’ থেকে দূরে থাকবেন তিনি। সঞ্জয় নিজেই এই খবর জানিয়েছেন।
X হ্যান্ডলে সঞ্জয় লেখেন, ‘‘আপনারা সকলেই আমাকে ভালবাসেন এবং আমার প্রতি বিশ্বাস রেখেছেন। আমার গুরুতর স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিয়েছে। আমি চিকিৎসাধীন। চিকিৎসক, আমাকে বাইরে না-বেরতে বা জনসমক্ষে মেলামেশা না-করার পরামর্শ দিয়েছেন।’’
সঞ্জয় রাউত মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অসুস্থতার সঠিক কারণ এখনও জানা যায়নি। সঞ্জয় রাউতকে কয়েকদিন আগেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি গলার সমস্যায় ভুগছিলেন বলে জানা যায় সেই সময়। প্রসঙ্গত, উদ্ধব শিবিরের অন্যতম পরিচিত মুখ সঞ্জয়। মহারাষ্ট্রের অন্যতম বিরোধী নেতা তিনি। বিজেপি ও NDA-র জোটসঙ্গীদের বিরুদ্ধে সব সময় সরব হন তিনি। আপাতত রাজনীতি থেকে দূরেই থাকবেন সঞ্জয়।