এপিক ইস্যুতে আলোচনার প্রস্তাব খারিজ রাজ্যসভায়, ওয়াক আউট তৃণমূল সাংসদদের
বৃহস্পতিবার চলতি বাজেট অধিবেশনের শেষ দিন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এপিক নিয়ে রাজ্যসভায় আলোচনার প্রস্তাব জানিয়েছিল বিরোধীরা। সরকার আলোচনায় রাজি নয়। কেন্দ্রের তরফে প্রস্তাব প্রত্যাখ্যানের পরই মঙ্গলবার রাজ্যসভা থেকে ওয়াকআউট করল তৃণমূল সাংসদেরা।
এই প্রসঙ্গে রাজ্যসভার তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ বলেন, “একই এপিক নম্বরে একাধিক ভোটারের নাম থাকার বিষয়টি আমরা সংসদে তুলতে চেয়েছি। আলোচনা চেয়ে একাধিক নোটিস জমা পড়েছে। তার পরেও বার বার আলোচনার দাবি খারিজ করে দেওয়া হচ্ছে।”
শুধু তৃণমূল নয়, কংগ্রেস, বিজেডি-সহ ১০টি বিরোধী দল এপিক নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে। এর আগেও এক বার এই সংক্রান্ত আলোচনায় কেন্দ্র সায় না-দেওয়ায় বিক্ষোভে শামিল হয় তৃণমূল-সহ অন্য বিরোধী দলগুলি। ওয়াকআউট করেন তৃণমূল এবং বিজেডির সাংসদেরা।
বৃহস্পতিবার চলতি বাজেট অধিবেশনের শেষ দিন। তার আগে এপিক নিয়ে কেন্দ্রের শাসকদলকে চেপে ধরতে চায় বিরোধী দলগুলি। সেই কৌশলের অঙ্গ হিসাবেই মঙ্গলবার বিষয়টি নিয়ে আলোচনা চেয়েছিল তারা। তবে সেই আবেদন খারিজ হয়ে যায়। এর আগে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে বিরোধীদের পক্ষ থেকে এ কথাও জানানো হয়েছিল যে, তিনি স্বল্পমেয়াদি আলোচনার ধারায় বিষয়টি নিয়ে আসুন। সে ক্ষেত্রে ‘এপিক’ শব্দটি নিয়ে যদি আপত্তি থাকে, তা হলে সুষ্ঠু ও অবাধ নির্বাচনকে বিষয়বস্তু করেও আলোচনা করা যেতে পারে। কিন্তু এখনও পর্যন্ত ইঙ্গিত, এই নিয়ে আলোচনায় যেতে রাজি নয় সরকার।