জল্পনার অবসান, প্রকাশ্যে রাখি সাওয়ান্তের বিয়ের ফটো! দেখুন ভাইরাল ছবি

একাধিক পুরুষের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনও সামনে এসেছে। সম্পর্ক নিয়ে কখনই রাখঢাক করেননি রাখি। অবশেষে আজ বুধবার রাখি সাওয়ান্তের বিয়ের ছবি প্রকাশ্যে এল।

January 11, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi
রাখি সাওয়ান্তের বিয়ে , ছবি সৌজন্যে- cleb_city

সমস্ত জল্পনার অবসান, প্রকাশ্যে এল রিয়েলিটি শো বিগ বস এবং বলিউড আইটেম নম্বর খ্যাত রাখি সাওয়ান্তের বিয়ের ছবি। বারবার নানান কারণে বিতর্কেও জড়িয়েছেন রাখি। একাধিকবার তার বিয়ের গুঞ্জনও শোনা গিয়েছে। একাধিক পুরুষের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনও সামনে এসেছে। সম্পর্ক নিয়ে কখনই রাখঢাক করেননি রাখি। অবশেষে আজ বুধবার রাখি সাওয়ান্তের বিয়ের ছবি প্রকাশ্যে এল।

দীর্ঘদিন ধরে মাইসোরের ব্যবসায়ী আদিল খান দুরানিকে নিজের প্রেমিক বলে দাবি করে এসেছেন রাখি। বিগ বস মারাঠি ৪-এর পর রাখিকে প্রথম আদিলের সঙ্গেই প্রকাশ্যে দেখা গিয়েছিল। রীতেশের সঙ্গে ব্রেক আপের পরই আদিলের সঙ্গে ডেটিং শুরু করেন রাখি।

প্রেমিক আদিলের সঙ্গে ডেটিং-এ রাখি, ছবি সৌজন্যে-Viral Bhayani/Instagram

পরবর্তীতে রাখিই জানিয়েছিলেন, আদিলকে তিনি বিয়ে করেছেন। আদিলের সঙ্গে তার কোর্ট ম্যারেজের ছবিই ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। যদিও রাখি নিজে ছবিগুলি শেয়ার করেননি।

ছবি সৌজন্যে-etimes_tv

ছবিতে দেখা যাচ্ছে বিয়ের রেজিস্ট্রির সার্টিফিকেট হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রাখি ও আদিল।

ছবিতে দেখা গিয়েছে রাখি ও আদিলের গলায় রয়েছে বরমালা।

আরেকটি ছবিতে দেখা গিয়েছে সই করছেন রাখি। জানা গিয়েছে, গতবছর ২৯ মে তাদের কোর্ট ম্যারেজ হয়।

ছবি সৌজন্যে- cleb_city

একেবারে সাদামাটা পোশাকেই বিয়ে সেরেছেন তারা।

রাখির পরনে লাল সালোয়ার কামিজ, মাথায় দুপাট্টা।

আদিল পরেছিলেন জিন্স ও কালো টিশার্ট।

রাখি জানিয়েছিলেন, আদিলের পরিবার তাকে মেনে নিচ্ছে না। অন্যদিকে, তার মা ক্যানসারে আক্রান্ত হন। এ’সব কারণেই পিছিয়ে গিয়েছে তাদের বিয়ের সামাজিক অনুষ্ঠান।

আজ সমাজ মাধ্যমে ভাইরাল হল রাখি ও আদিলের বিয়ের ছবি।

যদিও বিয়ের অফিসিয়াল ঘোষণা আদ্যবধি করেননি রাখি।

ছবি সৌজন্যে-rakhi sawant /instagram
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen