রাখীর বাজারেও এগিয়ে বাংলার নিজের মেয়ে

রাখির বাজারেও কলকাতার বোনেরা ‘বাংলার মেয়ে’কেই বেছে নিচ্ছে।

August 21, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

ফিকে হয়নি রাখির বাজার। সন্ধ্যে বাড়লেই ভিড় বাড়ছে শহরের রাখির (Rakhi) দোকানগুলোতে। অন্য বছরের তুলনায় এ বছর দাম বেড়েছে রাখির। তবে ক্রেতাকে হাত ছাড়া করতে নারাজ ব্যবসায়ীরা। তা হনই লাভের অংশ একটু কমাতে হচ্ছেই। তবে মোটের ওপর ভালোই বিক্রি রাখির। বাঙালি-অবাঙালি দুইয়ের ভিড় চোখে পড়ার মতো ভবানীপুর এলাকায়। অন্যান্য বাজারের মতো সেইভাবে প্রভাব ফেলেনি রাখির বাজারে। এসপ্ল্যানেড, বড়বাজার, শিয়ালদা, শ্যামবাজার, মানিকতলা, রবিবারের রাখি উৎসব নিয়ে সব বাজারেই ক্রেতা থেকে বিক্রেতা খুশি বিক্রি বাটা নিয়ে।

এবছর লক্ষ্যনীয় হল, রাখির বাজারেও কলকাতার বোনেরা ‘বাংলার মেয়ে’কেই বেছে নিচ্ছে। শুক্রবার সন্ধেয় বিক্রেতারা জানাচ্ছেন, দিনভর লড়াইয়ে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়াই (Mamata Banerjee)।

ইদানিং প্রায় সব ধর্মীয় অনুষ্ঠানেই রাজনৈতিক দ্বৈরথ লক্ষ করা যাচ্ছে। এবার রাখীকেও রাজনৈতিক বার্তা দেওয়ার মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করতে চলেছে যুযুধান দুই দল। তাই বাজারে পাশাপাশি বিক্রি হচ্ছে সবুজ আর গেরুয়া রঙের রাখি।

বিক্রেতারা জানাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া সবুজ সুতোর রাখির চাহিদা তুলনায় বেশি। পাশাপাশি ঢালাও বিক্রি হচ্ছে তৃণমূলের প্রতীক জোড়াফুল দেওয়া রাখিও।

চাঁদনী চকে প্রচুর রাখির দোকান পসরা সাজিয়ে বসে প্রতিবছর। এদিন সেখানে গিয়ে দেখা গেল, তৃণমূলের প্রতীক ঘাসফুল ও বিজেপির পদ্মফুলের ছবি দেওয়া রাখি বিক্রি হচ্ছে। সেইসঙ্গে মিলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বসানো রাখী। দাম একই। ছ’টি রাখির এক প্যাকেটের দাম ১৫ টাকা।

এক রাখি বিক্রেতা বলেন, করোনা পরিস্থিতিতে বাজার একটু মন্দা। তবে রাজনীতির দড়ি টানাটানি সেই খামতি কিছুটা পুষিয়ে দিচ্ছে। মমতা-মোদীর মুখ বসানো গুচ্ছ গুচ্ছ রাখী কিনে নিয়ে যাচ্ছেন দুই দলের ছোট-মাঝারি নেতারা। পদ্মফুলের থেকে বিক্রি বেশি ঘাসফুল ও মমতা রাখির।

করোনার জন্য বাজার খারাপ। লোকাল ট্রেনও চলছে না। তাই এবছর বিক্রি কম। আগে রাস্তায় বহু সংগঠনের তরফে রাখিবন্ধন হত। দূরত্ব বজায় রাখতে গিয়ে এবছর তা প্রায় বন্ধ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen