আজ রামকেলি ধামে স্নানযাত্রা উৎসব, ঢল নেমেছে পুণ্যার্থীদের

মহাপ্রভুর স্মৃতি বিজড়িত ধামে বহু পুণ্যার্থী স্নান করেন।

October 24, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মালদহের গুপ্ত বৃন্দাবন তথা রামকেলি ধামে আজ, বৃহস্পতিবার মধ্যরাতে স্নানযাত্রা উৎসব শুরু হবে। মাতবেন পুণ্যার্থীরা। চৈতন্য মহাপ্রভুর দুই সহচর, শ্রী রূপ এবং সনাতন গোস্বামীর স্মৃতি বিজড়িত রাধা এবং শ্যাম কুণ্ডে ঘাট পরিষ্কারের প্রস্তুতি শুরু হয়েছে। গুপ্ত বৃন্দাবনের একাধিক মন্দিরে স্নানযাত্রা উৎসব পালন করা হবে।

পুরাতন মালদহ শহরের মহানন্দা ঘাটেও স্নানযাত্রাকে ঘিরে ভিড় উপচে পড়বে। বিভিন্ন রাধাগোবিন্দ মন্দির নাম সংকীর্তনের মিছিল বের করবেন। খোল, করতাল, তুলসী গাছ নিয়ে তাঁরা কুণ্ডের ঘাটে আসবেন। রাতে স্নান সেরে কুণ্ডের ধারে প্রদীপ জ্বালানোর বিশেষ রীতি রয়েছে। রামকেলিতে মহাপ্রভুর পুর্ণাবয়ব মূর্তি পরিক্রমা করে কীর্তন হবে। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর থেকেও ভক্তরা রামকেলি ধামে আসছে। আজ রাতে তাঁরা উৎসবে অংশ নেবেন। দুই জায়গাতেই রাতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

মহাপ্রভুর স্মৃতি বিজড়িত ধামে বহু পুণ্যার্থী স্নান করেন। রাত ১২টার পর অর্থাৎ মধ্য রাতে স্নানের নিয়ম রয়েছে। গোটা বাংলা থেকে মানুষ কুণ্ডগুলিতে স্নান করতে আসেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen