ফের টলিউড টালমাটাল, অঞ্জন দত্তকে আইনি নোটিস প্রযোজকের

রানার দাবি, ইতিমধ্যে নানা খাতে প্রাথমিক ভাবে ছবিটির পিছনে অর্থব্যয় করেছেন তিনি

April 17, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

অঞ্জন দত্তকে আইনি নোটিস দিলেন প্রযোজক রানা সরকার। ‘বেলা বোস’ ছবিটি তৈরি করবেন কথা দিয়েও তুচ্ছ অজুহাতে নাকি পিছিয়ে গিয়েছেন পরিচালক। এ দিকে প্রযোজক ইতিমধ্যেই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করেছেন। রানার দাবি, ইতিমধ্যে নানা খাতে প্রাথমিক ভাবে ছবিটির পিছনে অর্থব্যয় করেছেন তিনি। পরিচালককেও নির্দিষ্ট পরিমাণ অর্থ আগাম দিয়েছেন। সব মিলিয়ে তিনি সম্মানহানির মুখোমুখি। তাই অঞ্জনের বিরুদ্ধে আইনি পথে হাঁটতে চলেছেন রানা।

প্রযোজকের দাবি, হয় ছবিটি পরিচালনা করতে হবে নয়তো আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে অঞ্জনকে। সেই মর্মে আইনি নোটিসও পাঠিয়েছেন। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘ছবির গল্প অঞ্জনদার। চিত্রনাট্যও তাঁর। আমায় সেই চিত্রনাট্য জমা দিয়ে বলেছিলেন, আমার জীবনের সেরা ছবি হতে চলেছে। চিত্রনাট্য পড়ে আমারও ভীষণ পছন্দ হয়েছিল। তাই এক কথায় রাজি হয়েছিলাম। এখন বলছেন, ছবির চিত্রনাট্য নাকি খুবই খারাপ হয়েছে। তিনি ছবিটিই আর করবেন না!’’

প্রযোজকের আরও দাবি, একই ঘটনা নাকি সৃজিত মুখোপাধ্যায়ের ‘চতুষ্কোণ’ ছবি তৈরির সময়েও ঘটিয়েছিলেন অঞ্জন। শেষ মুহূর্তে তিনি জানিয়েছিলেন, ছবিতে অভিনয় করবেন না। তার পর নাকি ফোন বন্ধ করে দিয়েছিলেন। তিনি জানান, অঞ্জন নাকি বদলে তাঁকে দেয় অর্থ এবং সঙ্গীত পরিচালনা বাবদ তাঁর ছেলে নীল দত্তকে দেয় অর্থ ফেরত দিতে চেয়েছেন। হোয়াটসঅ্যাপ করে সে কথা লিখে জানিয়েছেন প্রযোজককে।

যদিও, তাঁর পাল্টা যুক্তি, ‘‘১০টি ছবির তালিকায় ‘বেলা বোস’ও ছিল। ছবিটি তৈরি না হলে সেই ফাঁক ভরাব কী দিয়ে? বাণিজ্যের দিক থেকেও নানা ভাবে ক্ষতিগ্রস্ত হব। তাই দেড় লক্ষ নয়, ৫৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে আমাকে। নয়তো ছবি বানাতে হবে অঞ্জনদাকে। এই মর্মেই আইনি নোটিস পেয়েছেন পরিচালক।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen