‘ধুম ৪’-এ রণবীর কাপুর? কতটা উচ্ছ্বসিত সিনেমাপ্রেমীরা?
আজ বলিউড তারকা রণবীর কাপুরের শুভ জন্মদিন।
September 28, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ বলিউড তারকা রণবীর কাপুরের শুভ জন্মদিন। আজই একটি বড় খবর পেলেন তিনি।
বলিউডের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজিকে ধুম ৪-এর অংশ হতে চলেছেন রণবীর কাপুর। আদিত্য চোপড়া বলেন, ‘দীর্ঘদিন ধরেই রণবীরের সঙ্গে আলোচনা চলছে। গল্পটা শুনেই তাঁর পছন্দ হয়েছে। আগ্রহও দেখিয়েছেন অবশেষে। এবং ধুম ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা নেতৃত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আদি চোপড়া মনে করেন, ধুমের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য RK-ই আদর্শ পছন্দ।’
এই সুখবর পাওয়া মাত্রই তার ভক্তরা উচ্ছ্বসিত । এবার এটাই দেখার জন, হৃতিক ও আমিরের পর রণবীর কতটা এগিয়ে নিয়ে যেতে পারে এই ফ্র্যাঞ্চাইজিকে।