‘সহধর্মিনী’ আলিয়ার আবদার রাখতে সোশ্যাল মিডিয়ায় ‘অফিসিয়াল’ অ্যাকাউন্ট খুলবেন রণবীর?

অবশ্য এর আগে একবার ‘কফি উইথ করণে’ এসে আলিয়া ভাট জানিয়েছিলেন, রণবীরের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে।

April 14, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

শুভক্ষণে আর বেশি দেরি নেই। সাতপাকে বাঁধা পড়বেন বলিউডের হার্টথ্রব রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। মেহেন্দি অনুষ্ঠান সেরেই বিয়ের দিন নিশ্চিত করেছেন নীতু এবং ঋদ্ধিমা কাপুর। জানিয়েছেন, রণবীরের পালি হিলের বাড়ি ‘বাস্তু’তেই গাঁটছড়া বাঁধবেন তারকা যুগল। এর মধ্যেই আবার শোনা যাচ্ছে, আলিয়ার আবদার রাখতে নাকি বিয়ের পর এক বড় সিদ্ধান্ত নিতে চলেছেন রণবীর কাপুর। 

কী সেই সিদ্ধান্ত? বলিউডে গুঞ্জন, সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ডেবিউ করতে চলেছেন আর কে জুনিয়র।  হ্যাঁ, আলিয়ার আবদার রেখে নিজের অফিশিয়াল অ্যাকাউন্ট খুলতে চলেছেন তিনি। বিয়ের ভিডিও পোস্ট করেই ভারচুয়াল জগতে যাত্রা শুরু করতে চলেছেন রণবীর। সবই তিনি করতে চলেছেন আলিয়ার জন্য। 

অবশ্য এর আগে একবার ‘কফি উইথ করণে’ এসে আলিয়া ভাট জানিয়েছিলেন, রণবীরের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে। তবে ভিন্ন নামেই সেখানে রয়েছেন তারকা। যাতে তাঁকে কেউ চিনতে না পারে এবং তিনি সমস্ত খবরাখবর রাখতে পারেন। বলিউডে এত বছর কাটিয়ে ফেলার পরও ভেরিফায়েড প্রোফাইল রাখেননি রণবীর। শুধুমাত্র আলিয়ার জন্যই নাকি সিদ্ধান্ত বদল করেছেন ৩৯ বছরের অভিনেতা। 

কবে বিয়ে করছেন রণবীর-আলিয়া? এই প্রশ্নের উত্তর বুধবারের আগে জানা যায়নি। প্রথমে শোনা গিয়েছিল ১৭ এপ্রিল গাঁটছড়া বাঁধবেন দু’জন। পরে আবার শোনা যায়, ১৫ এপ্রিল অর্থাৎ নববর্ষের দিনই বিয়ে করছেন ‘রণলিয়া’। সেই জল্পনায় ইতি টেনে নীতু ও ঋদ্ধিমা কাপুর বিয়ের দিন জানিয়ে দেন। 

শুধু ‘বাস্তু’ নয়, রণবীর-আলিয়ার বিয়ে উপলক্ষে সেজে উঠেছে আর কে হাউস, আর কে স্টুডিওজ, কৃষ্ণারাজ বাংলো। শোনা গিয়েছে, কৃষ্ণারাজ বাংলো থেকেই আলিয়ার জন্য ‘বারাত’ নিয়ে যাবেন রণবীর। মেহেন্দি অনুষ্ঠানের থিম সম্ভবত হলুদ এবং সাদা ছিল। তেমন পোশাকেই রণবীরের বাড়িতে ঢুকতে দেখা গিয়েছে করিশ্মা কাপুর, করিনা কাপুর, অয়ন মুখোপাধ্যায়, করণ জোহরদের। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen