সৌরভের বায়োপিকে মুখ্য চরিত্রে রণবীর কাপুর

ভায়াকম প্রোডাকশন বিশাল বাজেট নিয়ে নামছে সৌরভের বায়োপিক করার জন্য।

July 13, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে ধোনির চরিত্রে সুশান্ত সিং রাজপুত। ’৮৩ তে কপিল দেবের চরিত্রে রণবীর সিং। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিকে মহারাজের চরিত্রে কি রণবীর কাপুর? এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে খুব বড় কিছু এদিক-ওদিক না হলে ভারতের অন্যতম সেরা অধিনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণবীরকে (Ranbir Kapoor)। মাঝে অবশ্য খবর ছড়িয়েছিল যে সৌরভের চরিত্রে অভিনয় করতে পারেন ঋত্বিক রোশন। কিন্তু পরে জানা যায়, তা হচ্ছে না।

সৌরভ ঘনিষ্ঠ মহলে খবর নিয়ে জানা গেল, তালিকায় বেশ কয়েকজনের নাম থাকলেও বলিউডের অন্যতম সেরা তারকা রণবীরকে সৌরভের বেশ পছন্দ। রণবীরের অবশ্য এর আগেও বায়োপিক করার অভিজ্ঞতা রয়েছে। জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করছিলেন রণবীর। যে ছবিটা বক্স অফিসেও খুব বড় হিট ছিল। নিজেকে পর্দার সঞ্জয় দত্ত করতে তুলতে প্রচুর পরিশ্রমও করেন তিনি। সৌরভের বায়োপিকটাও তাঁর কাছে নতুন চ্যালেঞ্জ হবে, সেটা বলে দেওয়াই যায়।

ভায়াকম প্রোডাকশন বিশাল বাজেট নিয়ে নামছে সৌরভের বায়োপিক করার জন্য। অভিষেক টেস্টে সেঞ্চুরি থেকে ন্যাটওয়েস্ট জয়ের পর লর্ডসের গ্যালারিতেই জামা খুলে ওড়ানো। এমন একটা সময়ে সৌরভ অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন, যখন ভারতীয় ক্রিকেট (Indian Cricket) রীতিমতো টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। সৌরভের হাত ধরে ভারতীয় ক্রিকেটের উত্তরণ। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়কের বায়োপিকটাও অন্যতম সেরা হয়ে থাকবে বলেই বলা হচ্ছে। সৌরভ নিজে অবশ্য এই নিয়ে কিছু বলতে চাননি। শোনা গেল, সমস্ত কিছু চূড়ান্ত হওয়ার পথে। স্রেফ কয়েকটা ধাপ বাকি । কিছুদিনের মধ্যে চুক্তিতেই সই হয়ে যাবে। যেহেতু পুরোটা চূড়ান্ত হয়নি, তাই সৌরভ এটা নিয়ে এখনও কিছু বলতে চাইছেন না। সংবাদ প্রতিদিন-কে শুধু বললেন, “এখনই কিছু বলব না। আগে চূড়ান্ত হোক, তারপর যা বলার বলব।”

সৌরভের বায়োপিক নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছে। বছর তিনেক আগে একতা কাপুর নিজে সৌরভের বাড়িতে এসেছিলেন। ম্যারাথন বৈঠক করেন প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে। একতা ভীষণভাবে সৌরভের বায়োপিক করতে আগ্রহী ছিলেন। কিন্তু সৌরভ তখন না করে দিয়েছিলেন। পরে সৌরভ সংবাদ প্রতিদিন-কে বলেছিলেন, “আমাকে ফক্সও অফার করেছিল। এর বাইরেও বেশ কয়েকটা অফার আমার কাছে রয়েছে। এখনই এটা নিয়ে ভাবছি না।” তবে এবার আর সৌরভ না করেননি। বলিউড আরও একটা ব্লকবাস্টার বায়োপিকের সাক্ষী হতে চলেছে, সেটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen