‘মর্দানি ৩’-র জন্য প্রস্তুত রানি

রানি মুখোপাধ্যায়ের ‘মর্দানি’ সিরিজের তৃতীয় সিরিজ আসতে চলেছে। আনুষ্ঠানিকভাবে ছবি মুক্তির দশম বছরে যশ রাজ ফিল্মস এই সুখবরটি ঘোষণা করেছে।

August 24, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রানি মুখোপাধ্যায়ের ‘মর্দানি’ সিরিজের তৃতীয় সিরিজ আসতে চলেছে। আনুষ্ঠানিকভাবে ছবি মুক্তির দশম বছরে যশ রাজ ফিল্মস এই সুখবরটি ঘোষণা করেছে।

শিবানি শিবাজি রায়। ‘মর্দানি’ ফ্র্যাঞ্চাইজির ছবিতে রানি মুখোপাধ্যায় অভিনীত এই চরিত্র নারী ক্ষমতায়নের মতো বিষয়কে পর্দায় তুলে ধরেছিল। সাহসী সেই পুলিস অফিসার আবার ফিরছে। আসছে ‘মর্দানি ৩’। গত বছর থেকেই এই ছবির বিষয়ে জল্পনা চলছিল। যশরাজ ফিল্মসের প্রযোজনায় রানি যে ফের শিবানির চরিত্রে ফিরবেন, তা একপ্রকার নিশ্চিত ছিল।

জানা গিয়েছে, আগামী বছর থেকেই শুরু হবে শ্যুটিং। ইতিমধ্যে সেই চরিত্রের জন্য প্রস্তুতি শুরু করেছেন অভিনেত্রী। প্রতিবারই ছবির চিত্রনাট্যে জোর দেওয়া হয়। এবারও তার অন্যথা হবে না। এই ছবিতে নেগেটিভ চরিত্রের বিশেষ গুরুত্ব রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen