জাতীয় পুরস্কার অনুষ্ঠানে ১৪ বছরের নিচে শিশুদের নিষেধাজ্ঞা, তবুও কীভাবে মঞ্চে উপস্থিত রানি-কন্যা?

September 27, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১৫: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি তার কেরিয়ারের প্রথম জাতীয় পুরস্কার জিতলেন এই বছর। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে রানি সেরা অভিনেত্রী হিসেবে সম্মানিত হন তার অসাধারণ অভিনয়ের জন্য, ২০২৩ সালের আলোচিত ছবি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে-তে। এই বিশেষ দিনে রানি পরেছিলেন একটি বিশেষ পেনডেন্ট, যেখানে খোদাই করা ছিল তার কন্যা আদিরার নাম।

রানি জানান, তার মেয়ে আদিরা খুবই চেয়েছিল অনুষ্ঠানে মায়ের সঙ্গে যেতে। কিন্তু আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ১৪ বছরের নিচে শিশুদের প্রবেশের অনুমতি নেই। এ কারণে আদিরা অনুষ্ঠানটিতে উপস্থিত থাকতে পারেনি। রানি এক সাক্ষাৎকারে বলেন, “সে খুব কাঁদছিল। আমি তাকে বুঝিয়েছি যে তুমি আমার সঙ্গে যেতে পারবে না। তখন সে বলল, ‘এটা একদমই অন্যায়।’ তাই আমি সিদ্ধান্ত নিলাম যে, তার নামের একটি পেনডেন্ট পরে অনুষ্ঠানে যাব। এতে আমার মনে হলো, ও আমার সঙ্গেই আছে।”

রানি আরও জানান, অনুষ্ঠান শেষে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা যে ভিডিও এবং রিল তৈরি করেছেন যেখানে লেখা ছিল ‘রানি কন্যাকে সঙ্গে নিয়ে গিয়েছেন’, তা আদিরাকে দেখানোর পর সে খুশি হয়েছে।

নিজের জাতীয় পুরস্কার জেতা ছবিটি নিয়ে রানি বলেন, “মিসেস চ্যাটার্জির চরিত্রে আমার মায়ের প্রভাব রয়েছে। আমি মুম্বইয়ে বড় হয়েছি, কিন্তু চরিত্রটি কলকাতার এক বাঙালি নারীর। তাই আমি আমার মায়ের আচরণ, ভাষা এবং মানসিকতা থেকে অনুপ্রাণিত হয়ে চরিত্রটি ফুটিয়ে তুলেছি।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen