মুম্বইকে হারিয়ে নতুন রঞ্জি চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশ

চতুর্থ দিনের শেষে মুম্বইয়ের রান ছিল ২ উইকেটে ১১৩ রান। এদিন মুম্বইয়ের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ২৬৯ রানে। মধ্যপ্রদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে মাত্র চার উইকেট হারিয়ে লক্ষ্যপূর্ণ করে।

June 26, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

মুম্বইকে (Mumbai) ৬ উইকেটে হারিয়ে রঞ্জি ট্রফি জিতে নিল মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদেই চ্যাম্পিয়ন হতে পারত মধ্যপ্রদেশ। তবুও দ্বিতীয় ইনিংসে চার উইকেট হারিয়ে মুম্বইকে হারাল তারা।

চতুর্থ দিনের শেষে মুম্বইয়ের রান ছিল ২ উইকেটে ১১৩ রান। এদিন মুম্বইয়ের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ২৬৯ রানে। মধ্যপ্রদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে মাত্র চার উইকেট হারিয়ে লক্ষ্যপূর্ণ করে।

২৩ বছর আগে কর্ণাটকের কাছে রঞ্জি ফাইনালে পরাজিত হয়েছিল মধ্যপ্রদেশ। সেই সময় দলে খেলতেন চন্দ্রকান্ত পণ্ডিত। সেই চন্দ্রকান্ত পণ্ডিত এবারে ছিলেন মধ্যপ্রদেশের কোচ। তাঁর কোচিংয়ের জেরেই রঞ্জি ট্রফি জিতল মধ্যপ্রদেশে। ২৩ বছরের গ্লানি মুছলেন চন্দ্রকান্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen