Ranji Trophy: সুমন্তর সেঞ্চুরি, সুরজের আগুনে বোলিংয়ে রেলওয়েজের বিরুদ্ধে চালকের আসনে বাংলা

November 9, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:২৭: টানা দুই ম্যাচে জয়ের পর ত্রিপুরার বিরুদ্ধে কার্যত জেতা ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পেয়েছিল বাংলা। রেলওয়েজের বিরুদ্ধে শুরুতেই ধাক্কা খেলেও রানের পাহাড় খাড়া করেন অনুষ্টুপ, সুমন্তরা। ৪৭৪ রান তোলে বাংলা। দ্বিতীয় দিনে সুরজ সিন্ধু জয়সওয়াল বল হাতে আগুন ঝরালেন রীতিমতো, আর তাতেই জয়ের স্বপ্ন দেখছে বাংলা। গুজরাতের লালভাই কনট্রাক্টর স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শেষে রেলওয়েজের রান ৫ উইকেট হারিয়ে ৯৭। বাংলা ৩৭৭ রানে এগিয়ে।

অভিমন্যু ঈশ্বরণ এবং অভিষেক পোড়েল না-থাকায় দলের দায়িত্ব ফের সুদীপ ঘরামির কাঁধে। প্রথম দিন শূন্য রানে ফেরেন অধিনায়ক। ৬১ রানে ৪ উইকেট হারিয়ে কার্যত চাপে পড়ে যায় বাংলা। সেখান থেকে লড়াই শুরু করেন অনুষ্টুপ ও শাহবাজ। ১০৬ বলে ৮৬ রানের ইনিংস খেলে আউট হন শাহবাজ। প্রথম দিনের শেষে ১০৩ রানে অপরাজিত ছিলেন অনুষ্টুপ। দ্বিতীয় দিনে সেঞ্চুরি করেন সুমন্ত গুপ্ত। সুমন ১২০ রান করেন। অনুষ্টুপ আউট হন ১৩৫ রানে। ৪৭৪ রানের পাহাড় খাঁড়া করে বাংলা।

জবাবে রেলওয়েজের ব্যাটিং লাইন আপকে বেলাইন করে দেন সুরজ সিন্ধু। ওভারের দ্বিতীয় দলে ফেরান জুবের আলিকে। সব মিলিয়ে তিনি চার উইকেট নেই। ১৬ রানে ৪ উইকেট হারায় রেল। দ্বিতীয় দিনের শেষে রেলওয়েজের রান ৫ উইকেট হারিয়ে ৯৭। এখনও পিছিয়ে ৩৭৭ রানে। ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন সুরজ। রেলকে ফলোঅন করিয়ে ইনিংসে জিততে পারলেই ৭ পয়েন্ট তুলবে বাংলা। আপাতত বাংলা চালকের আসনে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen