গোমাংস খেয়ে রামের চরিত্রে রণবীর! নেটিজেনদের সমালোচনার আবহে পাশে দাঁড়ালেন সদগুরু

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:১১: বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরিচালক নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এ ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন তিনি। কিন্তু এই নির্বাচনের পর থেকেই তাঁকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
কিছু বছর আগে এক সাক্ষাৎকারে রণবীর নিজেই জানিয়েছিলেন যে তিনি গোমাংস খেতে ভালোবাসেন। সেই পুরনো ভিডিওটি আবার ভাইরাল হয়ে যায় তাঁর ‘রাম’ চরিত্রে অভিনয়ের খবর প্রকাশের পর।
এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। বহু নেটিজেন প্রশ্ন তুলেছেন—“যে ব্যক্তি গোমাংস খান, তিনি কীভাবে ভগবান রামের মতো এক ধর্মীয় চরিত্রে অভিনয় করতে পারেন?” কেউ কেউ এমনকি ছবিটি বয়কট করার আহ্বানও জানিয়েছেন।
এই বিতর্কের মধ্যেই মুখ খুললেন আধ্যাত্মিক গুরু সদগুরু জগ্গি বাসুদেব। রণবীরকে সমর্থন করে সদগুরু বলেন, “রণবীর অতীতকালে কী করেছেন তা তুলে এনে তাঁর নতুন ছবির অভিনীত চরিত্র নিয়ে দর্শক প্রশ্ন তুলছেন। – এটা অনর্থক। একেবারেই ঠিক নয়। বাস্তবে ওকে রামের মতই হতে হবে এমনটা কোথাও বলা নেই। কাজেই এমন প্রত্যাশা করা উচিত নয়।” তাঁর মতে, সমাজের উচিত একজন শিল্পীর প্রতি শ্রদ্ধাশীল থাকা, কারণ তিনি একটি চরিত্রকে জীবন্ত করে তুলতে নিজের সেরাটা দেন।
এ ব্যাপারে ভক্তদের ভিন্ন প্রতিক্রিয়া পাওয়া গেছে। রণবীরের সমর্থনে যেমন অনেকে এগিয়ে এসেছেন, তেমনই অনেকেই এখনো তাঁর বিরোধিতা করছেন। কেউ লিখেছেন, “অভিনয় তো অভিনয়ই, ব্যক্তিগত পছন্দের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।” আবার কেউ বলেছেন, “রামের চরিত্রে এমন কাউকে দেখতে চাই না, যিনি আমাদের ধর্মীয় মূল্যবোধকে অসম্মান করেছেন।”