দক্ষিণ কলকাতায় কলেজের মধ্যে ধর্ষণের অভিযোগ! গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১২:৫৫: কসবার ল-কলেজের এক তরুণীর অভিযোগে তোলপাড়। পুলিশকে তিনি জানিয়েছেন, কলেজেরই এক প্রাক্তনী এবং বর্তমান ২ জন পড়ুয়া মিলে তাঁকে গণধর্ষণ করেছেন। এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার হয়েছে তিনজন।
জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার এই ল কলেজে গত বুধবার এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। অভিযোগকারিণী ওই কলেজেরই ছাত্রী। ওই দিন সন্ধ্যায় তাঁকে ডাকা হয়েছিল। অভিযোগ, তিনি সেখানে গেলে তাঁর উপর চড়াও হন তিনজন। একে একে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। কাউকে কিছু না বলতে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরে ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেন পুলিশ আধিকারিকরা। প্রথমে দু’জনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাস চলে। তাঁদের থেকেই মূল অভিযুক্তের খোঁজ পাওয়া যায়। কালবিলম্ব না করে মূল অভিযুক্ত তৃতীয়জনকেও গ্রেপ্তার করা হয়।
অভিযোগ পাওয়ার পর তরুণীর শারীরিক পরীক্ষা করানো হয়। সাক্ষীদের বয়ানও রেকর্ড করে পুলিশ। ধৃতদের মোবাইল ফোন ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগকারিণীর গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে। গ্রেপ্তার হওয়া তিনজনকে শুক্রবারই আলিপুর কোর্টে পেশ করা হচ্ছে।