পুরুলিয়ায় মিললো বিরল খনিজ পদার্থের হদিশ

এই স্থানগুলিতে কোন নির্দিষ্ট রেয়ার আর্থ খনিজ পদার্থ এখনও চিহ্নিত করতে পারেনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া

July 13, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২৮: ভারতবর্ষের বিরল খনিজ পদার্থ উত্তোলনের মানচিত্রে খুব শীঘ্রই যুক্ত হতে চলেছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা (Purulia)। জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI) রেয়ার আর্থ খনিজ পদার্থের খোঁজে পুরুলিয়া জেলায় অত্যাধুনিক অনুসন্ধান চালাচ্ছে। পশ্চিমবঙ্গের এই জেলায় বিরল খনিজ পদার্থের মজুদ তুলনামূলকভাবে কম, তবে এটি তাৎপর্যপূর্ণ ভূমিকা নিতে চলেছে, কারণ বৈদ্যুতিক যানবাহন (EV), ইলেকট্রনিক্স (electronics) এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রযুক্তির (renewable energy technologies) জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের আমদানির উপর নির্ভরতা কমাতে চাইছে ভারত।

জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল অসিত সাহা জানিয়েছেন, ‘দুটি ব্লকে জি২-স্তরের অনুসন্ধান চলছে – একটি অসমের কার্বি আংলং (Karbi Anglong) জেলায় এবং অন্যটি পশ্চিমবঙ্গের পুরুলিয়ায়।’ এই ব্লকগুলি এক বছরের মধ্যে নিলামের জন্য প্রস্তুত হবে বলে আশা করছেন তিনি।

এই স্থানগুলিতে কোন নির্দিষ্ট রেয়ার আর্থ খনিজ পদার্থ এখনও চিহ্নিত করতে পারেনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI)। এই ব্লকগুলিতে একই সাথে ১৪ থেকে ১৭টি রেয়ার আর্থ (rare earth) খনিজ পদার্থ থাকতে পারে, এর জেরে উত্তোলন এবং প্রক্রিয়াকরণ প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং হবে।

বর্তমানে আমাদের দেশে রেয়ার আর্থ খনিজ পদার্থ আমদানি করা হয়ে থাকে মূলত চীন থেকে। সম্প্রতি চীন রেয়ার আর্থ মিনারেলস রফতানিতে রাশ টানায় বিপাকে পড়েছে ভারত সহ বিশ্বের বহু দেশ। এই পরিস্থিতিতে চীন নির্ভরতা কমাতে দেশেই রেয়ার আর্থ এলিমেন্ট উত্তোলনে বেশি জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen