হর্টিকালচার সোসাইটির বাগানে বিরল প্রজাতির গাছ

স্থানীয় লোকরা বলে ‘কোবা কোবা’। ডুমুরজাতীয় এই গাছের নাম বাইকিয়া ইনসিগনিস।

January 15, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi
আলিপুর এগ্রি হর্টিকালচার সোসাইটি। ছবি সৌজন্যেঃ wikipedia

স্থানীয় লোকরা বলে ‘কোবা কোবা’। ডুমুরজাতীয় এই গাছের নাম বাইকিয়া ইনসিগনিস। তাঞ্জানিয়ার জলাভূমি আর উগান্ডার কয়েক জায়গায় দেখতে পাওয়া এই গাছ আফ্রিকা মহাদেশের সীমান্ত পাড় করে এক সময় এসে পড়েছিল কলকাতায়। এদেশের একমাত্র আলিপুর এগ্রি হর্টিকালচার সোসাইটির বাগানেই দেখতে পাওয়া যায় এটা।

শুধু এই গাছ নয়, ২০০ বছরের পুরনো এই সংস্থার বাগানে ছড়িয়ে আছে এমন প্রায় ১০০ গাছ, যা গোটা দেশে বিরল। এই গাছগুলির কই বৈশিষ্ট্য সে সব তৈরী করে সাধারণ মানুষের আগ্রহ বাড়াতে উদ্যোগী হয়েছে সংস্থা।

সংস্থার সহকারী সচীব বলেন, পাশেই চিড়িয়াখানা। এই শীতের সময় বহু মানুষ সেখানে আসেন। গাছ কিভাবে বড় হয়, কিভাবে আত্মরক্ষা করে, মজার এক জগৎ। এই জগতসাধারনের কাছে খুলে দেওয়াই আমাদের লক্ষ্য।

সংস্থার তালিকায় ৯৭ প্রজাতির গাছকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এইসব প্রজাতির গাছ সারা দেশের মধ্যে শুধু কলকাতাতেই আছে বা দেশের মধ্যে প্রথম এখানে এসেছিল। গাছগুলো কিভাবে এলো, কারা আনলো, এদের কই বৈশিষ্ট্য – এই তালিকাই তৈরী করা হবে। এই তালিকায় আছে এক বিরল প্রজাতির গাছ প্রাইড অফ বার্মা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen