প্রয়াত শিল্পপতি রতন টাটা

October 10, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

একটা যুগের অবসান হল। প্রয়াত হলেন টাটা সনসের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬। বুধবার রাতের দিকে টাটা গ্রুপের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন চেয়ারম্যান।

গত সোমবার সকালে হঠাৎ খবর ছড়ায় রতন টাটা হাসপাতালে ভর্তি। কিন্তু এর কিছু পরে তিনি নিজেই সোশ্যাল পোস্টে জানান, সেটা ভুল খবর। তিনি ঠিক আছেন। কিন্তু বুধবার আরও একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট দাবি করে, রতন টাটা হাসপাতালে ভর্তি এবং তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

এর আগে জানা গেছিল, নর্মাল হেলথ চেকআপের জন্য হাসপাতালে গেছিলেন রতন টাটা। কিন্তু বুধবার বিকেলে সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করাহ., রতন টাটা সত্যি আশঙ্কাজনক। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, আচমকা তাঁর রক্তচাপ নেমে যাওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, এক শীর্ষ পুলিশ আধিকারিকও নিশ্চিত করেছেন যে রতন টাটার জীবনাবসান হয়েছে। টুইটে তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কাও। আর তাঁর প্রয়াণে শিল্পমহল তো বটেই, সাধারণ মানুষও শোকস্তব্ধ হয়ে পড়েছেন। কারণ কারও কাছে রতন টাটা নেহাত শিল্পপতি বা টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন না, তিনি ছিলেন একজন ‘আদর্শ’ ব্যক্তি। যিনি কোটি-কোটি মানুষকে অনুপ্রাণিত করেছেন। কর্পোরেট চাকচিক্য নয়, তাঁকে একেবারে নিজেদের একজন ভেবে এসেছেন মানুষ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen