কলকাতায় ইসকনের ৫১-তম রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী
ইসকন কর্তৃপক্ষ মনে করছে, এবছর কলকাতায় ২০ লক্ষেরও বেশি ভক্ত সমাগম হবে রথযাত্রা উপলক্ষে।

আগামী শুক্রবার, ১ জুলাই রথযাত্রা। কলকাতায় ইসকনের ৫১-তম রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর কলকাতায় ইসকনের উদযাপন হতে চলেছে। কোভিড অতিমারী এবং লকডাউনের বিধিনিষেধের জেরে কারণে গত কয়েক বছর কলকাতায় ইসকনের রথযাত্রার অনুষ্ঠান ধুমধাম করে করা যায় নি। ইসকন কর্তৃপক্ষ তাই এবছর সাড়ম্বরে রথযাত্রা উৎসবের আয়োজন করেছে।
শুক্রবার দুপুরের পর অ্যালবার্ট রোডে ইসকনের মন্দির থেকে এই রথযাত্রা শুরু হবে। প্রত্যেক বছরের মতো এবছর এ জে সি বসু রোড, শরৎ বসু রোড, হাজরা রোড, চৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শেষ হবে রথযাত্রা। ৭ দিন সেখানে থাকবেন জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার।
ইসকন কর্তৃপক্ষ মনে করছে, এবছর কলকাতায় ২০ লক্ষেরও বেশি ভক্ত সমাগম হবে রথযাত্রা উপলক্ষে।