বুদ্ধ পূর্ণিমায় রথযাত্রাকে মেতে উঠল উলুবেড়িয়ার বহিরার মহিষালী ও গৌরীপুর গ্রাম
প্রতি বছর রথের দড়িতে টান দেওয়ার পাশাপাশি তালশাঁস কিনতে দূর-দূরান্ত থেকে প্রচুর মানুষ ভিড় করেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার বুদ্ধ পূর্ণিমায় রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে উঠল উলুবেড়িয়ার বহিরার মহিষালী ও গৌরীপুর গ্রাম। সোমবার বিকেলে দুই জায়গাতে রথের দড়িতে টান দিতে প্রচুর মানুষ ভিড় জমান। বহিরার মহিষালী গ্রামের এই রথের বয়স প্রায় দেড়শো বছরেরও বেশি।
ভগবান নারায়ণ মহিষালী রথতলা থেকে পরিক্রমা শুরু করে রথে চেপে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত যান। পরের সপ্তাহে উল্টোরথ হয়। জানা যায়, জনৈক সুরেন্দ্রনাথ প্রামাণিক গ্রামে এই রথের প্রচলন করেছিলেন। গ্রামে রথযাত্রা উপলক্ষ্যে মেলাও বসে। মেলার বিশেষ আকর্ষণ হয়ে ওঠে তালশাঁস। প্রতি বছর রথের দড়িতে টান দেওয়ার পাশাপাশি তালশাঁস কিনতে দূর-দূরান্ত থেকে প্রচুর মানুষ ভিড় করেন।
উলুবেড়িয়ার গৌরীপুরেও রথযাত্রা উৎসব পালিত হয়। রথে প্রভু জগন্নাথদেব অধিষ্ঠান করেন। এই রথযাত্রা মাঝে বন্ধও হয়ে গিয়েছিল। ২৪ বছর আগে বুদ্ধ পূর্ণিমার দিনে গ্রামে ফের রথযাত্রা শুরু হয়। এখানেও প্রচুর মানুষ ভিড় করেন।