রশিতে টান দিয়ে সৈকত শহরে রথযাত্রার সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের পর থেকেই সৈকত শহরে ভিড় বাড়ছে। এবার সেখানে প্রথমবারের জন্য জাকজমকপূর্ণভাবে রথযাত্রার আয়োজন হতে চলেছে

May 29, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০ সৈকত শহর দীঘায় রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথদেবের মাসির বাড়ি যাওয়ার রাস্তাও সোনার ঝাঁটা দিয়ে পরিষ্কার করবেন তিনি। মনে করা হচ্ছে, রথযাত্রাকে ঘিরে পর্যটকদের ভিড় উপচে পড়বে দীঘায়।

জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের পর থেকেই সৈকত শহরে ভিড় বাড়ছে। এবার সেখানে প্রথমবারের জন্য জাকজমকপূর্ণভাবে রথযাত্রার আয়োজন হতে চলেছে। এ বছর রথযাত্রা পালিত হবে আগামী ২৭ জুন। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মাসির বাড়ি নিয়ে যাওয়ার জন্য তিনটি রথ গড়া হয়েছে। রথগুলিকে মন্দির চত্বরে রাখা হয়েছে। ওল্ড দিঘায় থানার কাছে পুরনো জগন্নাথ মন্দিরকে মাসির বাড়ি তৈরি করা হয়েছে। সেই মন্দির সংস্কারের কাজ চলছে।

বলাবাহুল্য, দীঘায় রথযাত্রা উপলক্ষ্যে এবার পর্যটকের ঢল নামবে। পুরীর মতো দীঘার রথযাত্রাতেও সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করবেন। মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে নিজে সোনার ঝাঁটা ইসকনের হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। রথযাত্রার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। জগন্নাথ মন্দির থেকে তিনটি রথ ওল্ড দিঘার সমুদ্রপাড়ে থাকা মাসির বাড়িতে পৌঁছবে। উলটোরথ পর্যন্ত সাতদিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা সেখানেই থাকবেন। মাসির বাড়ি চত্বরে এই সাতদিন মেলার আয়োজন করা হচ্ছে।

কলকাতা ইসকনের সহ-সভাপতি তথা দীঘা জগন্নাথ মন্দিরের দায়িত্বে থাকা রাধারমন দাস জানান, দীঘায় মহাধুমধাম করে রথযাত্রা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরে রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করবেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তাঁর নিজস্ব তহবিলের টাকায় তৈরি হওয়া সোনার ঝাঁটা আমাদের হাতে তুলে দিয়েছেন। সোনার ঝাঁটা দিয়ে মাসির বাড়ি যাওয়ার রাস্তা পরিষ্কার করবেন মুখ্যমন্ত্রী। তাঁদের আশা, রথ উপলক্ষ্যে বিপুল ভক্ত সমাগম হবে দীঘায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen