রেশন ধর্মঘটের ডাক ডিলারদের, নেপথ্যে খোদ প্রধানমন্ত্রী নিজের ভাই?

একাধিক দাবিতে বাংলায় ডিসেম্বর থেকে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছে ফেডারেশন।

November 16, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ষোলো দফা দাবির মধ্যে অন্যতম হল ডিলারদের আয়বৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণ।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডিলারদের সর্বভারতীয় সংগঠন নতুন বছরের শুরুতে দেশজুড়ে রেশন ধর্মঘটের ডাক দিয়েছে। ১ জানুয়ারি থেকে তারা লাগাতার ধর্মঘটে যাচ্ছে। ইতিমধ্যেই ১৬ দফার দাবির কথা তারা মোদীকে চিঠি লিখে জানিয়েছেন। অন্যদিকে, অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন রেশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে হস্তক্ষেপ চেয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর লেখা চিঠিতে অন্যান্য পদাধিকারীদের মধ্যে রয়েছেন সংগঠনের ভা‌ইস প্রেসিডেন্ট প্রহ্লাদভাই মোদী। প্রসঙ্গত, প্রহ্লাদভাই হলেন প্রধানমন্ত্রীর মোদী ভাই।

ষোলো দফা দাবির মধ্যে অন্যতম হল ডিলারদের আয়বৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণ। গ্রাহকস্বার্থের কয়েকটি বিষয়ও রয়েছে। জাতীয় খাদ্য সুরক্ষা আইন সংশোধন করে ডাল, ভোজ্য তেল ইত্যাদি রেশনে দেওয়ার দাবি করা হয়েছে। এখন এই আইনে কেবল চাল, গম ও মোটা দানাশস্য দেওয়ার ব্যবস্থা রয়েছে। রেশনের মাধ্যমে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বণ্টনও চাইছে ফেডারেশন। চিঠিতে দাবি করা হয়েছে, রেশন ব্যবস্থাকে উজ্জীবিত রাখতে গেলে ডিলারদের মাসিক আয় অন্তত ৫০ হাজার টাকা করা প্রয়োজন। রেশন দোকানের মাধ্যমে কমন সার্ভিস সেন্টার, ব্যাঙ্কিং পরিষেবা, এলপিজি সিলিন্ডার বিক্রয়ও চান ডিলাররা। সংগঠনের দাবি, কোনও কারণে আধারের বায়োমেট্রিক যাচাই সম্ভব না হলে সেই নম্বর নথিভুক্ত করেই গ্রাহককে রেশন দেওয়ার ব্যবস্থা করতে হবে। একাধিক দাবিতে বাংলায় ডিসেম্বর থেকে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছে ফেডারেশন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen