ঘরে ঘরে রেশন পৌঁছে দেবে দিল্লির কেজরিওয়াল সরকার

এই প্রকল্প চালুর সঙ্গে সঙ্গেই ‘এক দেশ এক রেশন’ ব্যবস্থা চালু হয়ে গেল দিল্লিতে।

July 22, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

এবার ঘরে ঘরে রেশন পৌঁছে দিতে উদ্যোগী হল দিল্লি সরকার। মঙ্গলবার এই উদ্দেশে একটি প্রকল্পকে ছাড়পত্র দিয়েছে দিল্লির আপ মন্ত্রিসভা। প্রকল্পটির নাম ‘মুখ্যমন্ত্রী ঘর ঘর রেশন যোজনা’। মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে ‘বৈপ্লবিক’ বলে মন্তব্য করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল বলেন, ‘এই প্রকল্পে গম, আটা, চাল এবং চিনির প্যাকেট ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। দোকান থেকে রেশন নেওয়া এখন ঐচ্ছিক হয়ে গেল।’ এই প্রকল্প চালুর সঙ্গে সঙ্গেই ‘এক দেশ এক রেশন’ ব্যবস্থা চালু হয়ে গেল দিল্লিতে। তবে টেন্ডার সহ অন্যান্য প্রক্রিয়ার কাজ শেষ করে এই রেশন ব্যবস্থা চালু করতে ৬-৭ মাস লেগে যেতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিকে, মিড ডে মিল প্রকল্পে দিল্লি সরকারকে ২৭ কোটিরও বেশি টাকা দেওয়া হয়েছে বলে মঙ্গলবার দিল্লি হাইকোর্টে জানাল কেন্দ্র। একটি সংস্থা করোনার সময় শিশুদের রান্না করা খাবার বা সমতুল অর্থ দেওয়ার নির্দেশিকা চেয়ে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে। সেই মামলায় মিড ডে মিল প্রকল্পে দিল্লি সরকারকে কেন্দ্র কত টাকা দিয়েছে, তা জানতে চেয়েছিল হাইকোর্ট। গত ২৯ এপ্রিল ন’কোটি এবং ১ মে ১৮ কোটি টাকার বেশি দিল্লি সরকারকে দেওয়া হয়েছে বলে মঙ্গলবার কেন্দ্রের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen