আইপিএলকে বিদায় দিয়ে বিবিএলে অশ্বিন, নতুন অধ্যায় শুরু অস্ট্রেলিয়ায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১৯: বিগ ব্যাশ লিগে (BBL) এবার ঘটতে চলেছে ইতিহাস। ভারতের কিংবদন্তি অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সিডনি থান্ডার্সের জার্সি গায়ে নামবেন। আইপিএল থেকে বিদায় নেওয়ার পর এই প্রথম কোনো বিদেশি লিগে খেলতে যাচ্ছেন ৩৯ বছর বয়সী এই তারকা বোলার। ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এই সপ্তাহের শেষের দিকে হবে বলে জানা গেছে।
আইপিএলে ১৮৭ উইকেট শিকার করে সর্বকালের শীর্ষ পাঁচে থাকা অশ্বিন এই বছরের জানুয়ারি ৪ তারিখে শেষ হওয়া আইএলটি২০ (ILT20)-তে খেলার পর থান্ডার্স দলে যোগ দেবেন। যদিও বিপিএল শুরু হবে ১৪ ডিসেম্বর, ফলে তিনি শুধুমাত্র দ্বিতীয় পর্ব থেকে দলের হয়ে খেলতে পারবেন। তবে সেটাই থান্ডার্সের জন্য স্বস্তির খবর, কারণ টুর্নামেন্টের শেষ দিকের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাকে পাবে তাঁরা।
এই সাইনিং শুধু থান্ডার্সের স্পিন আক্রমণকে শক্তিশালী করবে না, অস্ট্রেলিয়ার ভারতীয় প্রবাসী দর্শকদেরও বড় সংখ্যায় মাঠে টেনে আনবে। অশ্বিন যোগ দিচ্ছেন ক্রিস গ্রিন, টম অ্যান্ড্রুস এবং তানভীর সাংহার সঙ্গে। দলে আছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শাদাব খানও। ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে একসঙ্গে একই ড্রেসিংরুমে দুই দেশের খেলোয়াড়ের থাকা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেবে বলেই মনে করা হচ্ছে।
তবে অশ্বিনকে খেলাতে হলে ক্রিকেট অস্ট্রেলিয়ার (CA) বিশেষ অনুমতি প্রয়োজন হবে, কারণ তিনি এবারের বিপিএলের বিদেশি ড্রাফটে নাম দেননি। কিন্তু অশ্বিনের বিশ্বব্যাপী জনপ্রিয়তা ও বাণিজ্যিক গুরুত্বের কারণে অনুমতি পাওয়া কেবল সময়ের ব্যাপার।
সিডনি শো-গ্রাউন্ডের স্পিনিং উইকেটে অশ্বিন হতে পারেন ম্যাচ উইনার। বিশেষ করে জানুয়ারি ১৬ তারিখে প্রতিপক্ষ সিডনি সিক্সার্সের বিপক্ষে ডার্বি ম্যাচে তিনি মুখোমুখি হবেন স্টিভ স্মিথ এবং বাবর আজমের মতো তারকার।