Ravichandran Ashwin: IPL-কে বিদায় জানালেন রবিচন্দ্রন আশ্বিন

তার ১৪ বছরের দীর্ঘ IPL কেরিয়ারে তিনি একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন।

August 27, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: ভারতের স্পিনার রবিচন্দ্রন আশ্বিন (Ravichandran Ashwin) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) থেকে নিজের অবসর (retirement) ঘোষণা করেছেন। তিনি নিজের এক্স হ্যান্ডেলে এই খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন এবং বলেন, তিনি সারা বিশ্বের বিভিন্ন ক্রিকেট লিগে (leagues) খেলতে চান। আশ্বিন IPL-এর ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে অবসর গ্রহণ করলেন। মোট ২২১টি ম্যাচে তিনি নিয়েছেন ১৮৭টি উইকেট।

তার ১৪ বছরের দীর্ঘ IPL কেরিয়ারে তিনি একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। এর মধ্যে রয়েছে চেন্নাই সুপার কিংস (CSK), রাইজিং পুনে সুপারজায়ান্ট, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস। ২০০৯ সালে যে দলের হয়ে তিনি IPL-এ আত্মপ্রকাশ করেছিলেন, সেই চেন্নাই সুপার কিংসের (CSK) হয়েই তিনি শেষ মৌসুমটি খেলেছেন।

আশ্বিন তাঁর পোস্টে লিখেছেন, “আজ একটি বিশেষ দিন, তাই একটি বিশেষ সূচনা। বলা হয়, প্রতিটি শেষের মধ্যে থেকেই একটি নতুন শুরুর উদ্ভব হয়। IPL ক্রিকেটার হিসেবে আমার সময় আজ শেষ হলো, কিন্তু বিশ্বের বিভিন্ন লিগে খেলার সময় শুরু হলো আজ।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen