রেপো রেট কমালো RBI

June 6, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
এবার স্বল্প সঞ্চয়ের সুদেও কোপ পড়তে চলেছে?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,১২:৩০: একধাক্কায় অনেকটা রেপো রেট কমালো রিজার্ভ ব্যাঙ্ক (Reserve bank)। ফেব্রুয়ারি ও এপ্রিলের পর এবার জুন – এই নিয়ে চলতি বছরে তৃতীয় বার সুদ কমাল কেন্দ্রীয় ব্যাঙ্ক।

আজ (শুক্রবার, ৬ জুন) রিজার্ভ ব্যাঙ্কের তরফে যে নতুন রেপো রেট ঘোষণা করা হয়েছে তাতে ৫০ বেসিস পয়েন্ট কমানোর কথা বলেছেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা। এর ফলে ওই সূচক ৬ শতাংশ থেকে নেমে এসেছে ৫.৫০ শতাংশে।এর আগে গত ফেব্রুয়ারি এবং এপ্রিলে ২৫ করে মোট ৫০ বেসিস পয়েন্ট সুদ কমিয়েছিল RBI।

রেপো রেট কি?

আরবিআই যে সুদের হারে সমস্ত রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ককে ঋণ দিয়ে থাকে তাকেই বলে রেপো রেট। এই রেট কমলে এর সঙ্গে যুক্ত সমস্ত বহিরাগত বেঞ্চমার্ক ঋণে সুদের হার কমে যায়। ফলে যে গ্রাহকরা বাড়ি বা গাড়ির ঋণ নিয়েছেন, তাদের সুদ বাবদ অনেক কম টাকা গুণতে হবে।

উল্লেখ্য, ২০২০ সালের মে মাসের পর থেকে আর সুদ কমায়নি কেন্দ্রীয় ব্যাঙ্ক। মুদ্রাস্ফীতির মোকাবিলা করতে গত বছর কয়েক দফায় বিপুল হারে রেপো রেট বাড়িয়েছে আরবিআই। ২০২২ সালের মে মাস থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৫০ বেসিস পয়েন্ট বেড়েছে রেপো রেট। তবে ২০২৩-২৪ অর্থবর্ষে একবারও রেপো রেট বাড়ানো হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই থেকে পালটে গেছে ছবিটা। পাঁচ বছর পর গত ফেব্রুয়ারিতে প্রথমবার রেপো রেট কমিয়েছে আরবিআই। আজকের পর মধ্যবিত্ত ঋণ গ্রহণকারীদের মুখে যে হাসি ফুটল, তা নিশ্চিত ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen