RBI-র দাবি মূল্যবৃদ্ধি সর্বনিম্ন, কতটা বাস্তব?

মূল্যবৃদ্ধি নাকি সর্বনিম্ন স্তরে, এই দাবি করলেন রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) গভর্নর সঞ্জয় মালহোত্রা (Sanjay Malhotra)।

August 26, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩৭: মূল্যবৃদ্ধি নাকি সর্বনিম্ন স্তরে, এই দাবি করলেন রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) গভর্নর সঞ্জয় মালহোত্রা (Sanjay Malhotra)। সোমবার মুম্বইয়ে ফিকি ও আইবিএ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, জুলাই মাসে মুদ্রাস্ফীতি (Inflation) নেমে দাঁড়িয়েছে মাত্র ১.৫৫ শতাংশে, যা গত আট বছরে সবচেয়ে কম। তবে বাজারে গিয়ে মধ্যবিত্তের অভিজ্ঞতার সঙ্গে মেলে না।

বাজারে গিয়ে যা টের পাচ্ছেন সাধারণ মধ্যবিত্ত (Ordinary middle class), তার সঙ্গে আরবিআই প্রধানের বক্তব্য মেলানো কঠিন। তবু তাঁর দাবি, নীতি নির্ধারণ কমিটির পদক্ষেপ আর সরকারের সঠিক আর্থিক ব্যবস্থাপনার কারণেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে। তিনি আরও বলেছেন, ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে, বিদেশি মুদ্রার ভাণ্ডার দাঁড়িয়েছে ৬৯ হাজার ৫০০ কোটি ডলারে এবং তা ক্রমেই বাড়ছে। পাশাপাশি আর্থিক ঘাটতিও কমছে। অথচ বাস্তব অভিজ্ঞতা বলছে, এই ছবির সঙ্গে মানুষের দৈনন্দিন জীবনের ফারাক বিস্তর।

চাল, ডাল, সবজি থেকে শুরু করে ভোগ্যপণ্যের দাম লাগাতার বাড়ছে। গ্রামীণ চাহিদা হ্রাস পেয়েছে, শহরাঞ্চলেও কেনাকাটা কমছে। অর্থনীতির অন্যতম ভরকেন্দ্র অটোমোবাইল খাতেও নতুন গাড়ি কেনার প্রবণতা মারাত্মকভাবে কমে গেছে।

মোদী সরকার (Modi Government) দাবি করলেও পরিসংখ্যান ভিন্ন ছবি দেখাচ্ছে। বাণিজ্য মন্ত্রকের সাম্প্রতিক তথ্য বলছে, দেশের আটটি মূল সেক্টরের বৃদ্ধির হার এক বছরে ৬.৩ শতাংশ থেকে নেমে দাঁড়িয়েছে ২.২ শতাংশে। কয়লা, সিমেন্ট ও বিদ্যুৎ, এই তিনটি গুরুত্বপূর্ণ খাতেই উৎপাদন হ্রাস স্পষ্ট।

এদিকে উৎসব মরশুমের শুরুর ইঙ্গিতও আশাপ্রদ নয়। সাধারণত গণেশ চতুর্থী থেকেই কেনাকাটার জোয়ার শুরু হয়, যা দীপাবলি পর্যন্ত চলে। কিন্তু এ বছর বাজারে সেই উচ্ছ্বাস নেই। বাণিজ্য মহল (Business community) বলছে, মানুষ অপেক্ষা করছে জিএসটি (GST) হ্রাসের ঘোষণার জন্য। তবে বাস্তব সমস্যা হল, সাধারণের হাতে খরচ করার মতো টাকা নেই।

এই অবস্থায় কেন্দ্রীয় সরকার যেখানে “অর্থনীতি শক্তিশালী” বলে দাবি করছে, সেখানে ভোগ্যপণ্য বিক্রি হ্রাস, গ্রামীণ অর্থনীতির মন্দা এবং শিল্প উৎপাদন কমে যাওয়াই প্রমাণ করছে পরিস্থিতি উল্টো। তাই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, রিজার্ভ ব্যাঙ্ক কি সত্যিই অর্থনীতির বাস্তব চিত্র তুলে ধরছে, নাকি মোদী সরকারের সুরেই কথা বলছে?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen