পুলিশ নয়, দায় RCB-র, বেঙ্গালুরু কাণ্ডে চাপে কোহলি

ফলে বহু মানুষ বিনামূল্যে টিকিটের খোঁজে এবং রোড শোর আশায় ভিড় জমান চিন্নাস্বামী স্টেডিয়াম ও তার বাইরের রাস্তায়।

July 17, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৬: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bengaluru)প্রথম আইপিএল(IPL) জয়ের সেলিব্রেশন যেন পরিণত হয়েছিল এক মৃত্যু মিছিলে। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১১ জন সমর্থকের। এই ঘটনার ফলে এবার চাপ আরও বাড়ল আরসিবি ফ্র্যাঞ্চাইজির ওপর। কর্ণাটক সরকার স্পষ্ট জানিয়ে দিল, এই মৃত্যুর দায় সম্পূর্ণ ভাবে আরসিবির। এমনকি সরকারি রিপোর্টে সরাসরি জড়িয়ে গিয়েছে বিরাট কোহলির (Virat Kohli)নামও।

রাজ্যের কংগ্রেস সরকারের পেশ করা রিপোর্ট অনুযায়ী, চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় উৎসব আয়োজনের আগে পুলিশ বা প্রশাসনের কাছ থেকে কোনোরকম অনুমতি নেয়নি আরসিবি। সোশাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে সমর্থকদের আমন্ত্রণ জানানো হয়, যেখানে বিরাট কোহলির (Virat Kohli) ভিডিও-ও ছিল। সরকারের দাবি, জনপ্রিয় ক্রিকেটারের এই আমন্ত্রণ আরও আকৃষ্ট করছে দর্শকদের তাই আরও ভিড় বেড়েছে।

আরসিবির ওই সব পোস্টে দেখা যাচ্ছে, ৪৪ লক্ষ ভিউ হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, পুলিশ চেয়েছিল ৯ জুন অনুষ্ঠান হোক, যাতে প্রস্তুতির সময় বেশি পাওয়া যায়। কিন্তু আইপিএল পিছিয়ে যাওয়ায় বিদেশি ক্রিকেটারদের দ্রুত দেশে ফেরাতে হবে বলে আরসিবি ২ জুনই অনুষ্ঠান করতে বাধ্য হয়। পুলিশের আপত্তি সত্ত্বেও স্টেডিয়ামের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়, তবে রোড শো বাতিল করা হয়। কিন্তু আরসিবির তরফে সেই সিদ্ধান্তের কোনও ঘোষণা করা হয়নি। বরং অনুষ্ঠান শুরুর ঘণ্টা দুয়েক আগেও সোশাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়, রোড শো হবে।

ফলে বহু মানুষ বিনামূল্যে টিকিটের খোঁজে এবং রোড শোর আশায় ভিড় জমান চিন্নাস্বামী স্টেডিয়াম ও তার বাইরের রাস্তায়। পুলিশের পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা।

হাই কোর্টে রিপোর্ট জমা দিয়েও কর্ণাটক সরকার প্রথমে তা প্রকাশে অনীহা দেখায়। কিন্তু আদালত জানিয়ে দেয়, তদন্ত রিপোর্ট গোপন রাখার কোনও বৈধতা নেই। সেই রিপোর্ট প্রকাশ্যে আসতেই বিস্ফোরক তথ্য উঠে আসে, যেখানে একদিকে পুলিশ প্রশাসনের দায় কার্যত উড়িয়ে দেওয়া হয়েছে, অন্যদিকে গোটা দায় চাপানো হয়েছে আরসিবি এবং তাদের বাজে ব্যবস্থাপনার উপর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen